Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সনদ পেলেন ১৯ নারী কোচ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম

 দাবায় নারী কোচ তৈরী করতে উদ্যোগী হয় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। সে জন্য বিভিন্ন জেলার ১৯ জন নারীকে বিশেষ কোর্স করানো হয়। গতকাল কোর্স শেষে তাদের হাতে সনদ তুলে দেন সাংসদ এবং মহিলা ক্রীড়া সংস্থার সদস্য রুমানা আলী। সংস্থার সিনিয়র সহ-সভানেত্রী ও দাবা সাব-কমিটির আহবায়ক আনজুমান আরা আকসিরের সভাপতিত্বে এ সময় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, শরীয়তপুর, রাঙ্গামাটি, মাদারীপুর, মানিকগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ল²ীপুর, চট্টগ্রাম, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ এবং নারায়ণগঞ্জের কোচেরা অংশ নেন। কোর্স পরিচালনা করেন দাবার আন্তর্জাতিক অর্গানাইজার ও জাতীয় ইন্সট্রাক্টর মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন ইয়াসিন আরাফাত ও আহসান আলী জুয়েল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সনদ পেলেন ১৯ নারী কোচ

১৩ জানুয়ারি, ২০২০
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ