Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুরাধা পাড়োয়ালের কন্যা দাবি করে মামলা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

কেরালার ৪৫ বছর বয়সী এক নারী প্লেব্যাক গায়িকা অনুরাধা পাড়োয়াল তার মা এমন দাবী করে একটি পারিবারিক আদালতে মামলা করেছে। এই পরিস্থিতিতে সাড়া দিতে গিয়ে গায়িকা বলেছেন : “আমি এই নির্বোধ দাবীর খোলাসা করতে চাইছি না। এটি আমার মর্যাদার জন্য হানিকর।” আবেদনকারী নারী তার জীবনকে বঞ্চিত করার জন্য তার বাবা-মায়ের কাছে ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবী করেছে। আদালতে এই আবেদনের শুনানি হবে ২৭ জানুয়ারি, সেদিন গায়িকা আর তার দুই সন্তানকে আদালতে উপস্থিত তাকার জন্য নির্দেশ দিয়েছে। এই নারী জানিয়েছে পাঁচ বছর আগে তার বাবা তাকে জানিয়েছিল অনুরাধা পাড়োয়াল তার মা। “ আমি কারও মানহানি করতে চাই না। আমি শুধু সত্যটা জানতে চাই,” এই নারী বলেন। এই নারী জানিয়েছেন পাড়োয়ালের এক কন্যা মারা গেছে জানতে পেরে তিনি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। তিনি বলেন, “মোবাইলে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়ে আইনি পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নিয়েছি।” “আমার পালক মা আগনেসের বয়স ৮২ তিনি পুরো শয্যাশায়ী; তিনি আলযাইমারে ভুগছেন। তার দুই ছেলে, এখন তিনি তাদের সঙ্গেই থাকেন, তাদের সঙ্গে আমার সুসম্পর্ক আছে,” তিনি আরও বলেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ