মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় এক ডজনেরও বেশি সউদী সেনা শিক্ষানবিশকে বহিষ্কার করছে যুক্তরাষ্ট্র। গত ৬ ডিসেম্বর ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে সউদী আরবের এক বিমানসেনা বন্দুকহামলা চালানোর পর প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে পেন্টাগন। সেই প্রেক্ষিতেই এসব শিক্ষানবিশকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিএনএন আরও জানিয়েছে, উগ্রপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। আরও কয়েকজন বহিষ্কার হয়েছেন শিশু পর্নোগ্রাফির কারণে। তবে এ বিষয়ে এফবিআই ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রবার্ট কার্ভার জানান, ফ্লোরিডার পেনসাকোলা নৌঘাঁটিতে বন্দুক হামলার প্রেক্ষিতে সউদী আরব থেকে আসা সেনা শিক্ষানবিশদের প্রশিক্ষণ কার্যক্রম সীমিত করেছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। পরে আবার নতুন সিদ্ধান্ত নেওয়া হয় তাদের প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন করে।
প্রায় এক ডজন সউদী প্রশিক্ষণার্থীকে পেনসাকোলা ঘাঁটিতে নিজেদের কোয়ার্টারেই অবরুদ্ধ করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রে থাকা সউদী আরবের সব সেনা প্রশিক্ষণার্থীর বিষয়েই পুনর্মূল্যায়ন কার্যক্রম শুরু করেছে পেন্টাগন। দেশটিতে এ মুহূর্তে অন্তত সাড়ে আটশ’ সউদী প্রশিক্ষণার্থী রয়েছে। তবে এ বিষয়ে সউদী সরকার এখনো কিছু বলেনি। পেনসাকোলার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।