Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানকে অপেক্ষায় রেখেছে বাংলাদেশ

ক্রিকেটারদের জিও চেয়ে রেখেছে বিসিবি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

‘আশা করছি কালকের (গতকাল) মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারব’- পাকিস্তান সফর নিয়ে আগের দিন এমনই জানিয়েছিলেন নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির এ ঘোষণার পর বাংলাদেশের সংবাদমাধ্যম তো বটেই, আজ সারাটা দিন অপেক্ষায় ছিল পাকিস্তান সংবাদমাধ্যমও।

সিদ্ধান্তের ব্যাপারে পাকিস্তানের সাংবাদিকেরা নিয়মিতই খোঁজ নিচ্ছিলেন বাংলাদেশের সাংবাদিকদের কাছে। সারা দিন অপেক্ষায় থাকার পর বিসিবি যখন কোনো সিদ্ধান্ত জানায়নি, কিছুটা হতাশই হয়েছে পাকিস্তান। পাকিস্তানের এক সাংবাদিকদের কাছ থেকেই জানা গেল, সারা দিন অপেক্ষায় থাকার পর সন্ধ্যায় বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। বিসিবি নাকি পিসিবিকে জানিয়েছে, গতকাল আর কোনো সিদ্ধান্ত নয়। এমনকি আজ ছুটির দিনেও কোনো সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই। বিসিবি একবারে সিদ্ধান্ত জানাবে রোববার বোর্ড সভার পর।
বিসিবির দুজন পরিচালকের সঙ্গে কথা বলেও অবশ্য এমন ধারণা পাওয়া গেছে, পাকিস্তান সফরের সিদ্ধান্ত আজও নয়। আরও সময় নিতে চাইছে বিসিবি। সেটি হলে রোববার বোর্ড সভাতে সব চ‚ড়ান্ত হবে। অবশ্য এটিই কদিন ধরে শোনা গেছে। কিন্তু পরশু বিসিবি সভাপতি নতুন করে যখন বললেন, গতকাল সিদ্ধান্তে নিতে পারেন- সারা দিনের অপেক্ষা সে কারণেই।

পাকিস্তানি সাংবাদিকদের কাছে আরও জানা গেল, পিসিবি ভীষণ আশাবাদী হয়ে উঠেছে বিসিবি তাদের নতুন প্রস্তাবে রাজি হবে এবং টেস্ট খেলতে আসবে। বিসিবি চাইছিল, পাকিস্তানে সংক্ষিপ্ত সময়ের জন্য টি-টোয়েন্টি সিরিজ খেলে আসতে। এ প্রস্তাবে পিসিবি পরশু বিসিবিকে নতুন করে প্রস্তাব দিয়েছে, টি-টোয়েন্টি নয় টেস্ট সিরিজটা হোক আগে। টি-টোয়েন্টি বরং পরে খেলা যাবে। যেহেতু গতকাল কোনো সিদ্ধান্ত হয় নি, এই প্রস্তাবে বিসিবি রাজি কি না, সেটি জানতে কদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে।

তবে এরই মধ্যে খেলোয়াড়দের ভিসাপ্রক্রিয়া শুরু করে দিয়েছে বিসিবি বলে জানা গেছে। ভিসাপ্রক্রিয়ার অংশ হিসেবেই সরকারি আদেশে খেলোয়াড়দের স্বাক্ষর নিয়েছে বোর্ড, যেটি জমা দেওয়ার নিয়ম ক্রীড়া মন্ত্রণালয়ে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলছেন, ‘জিওতে স্বাক্ষর নেওয়ার সঙ্গে পাকিস্তানে যাওয়া-না যাওয়ার সম্পর্ক নেই। সব সফরের আগে ভিসার জন্য জিওতে স্বাক্ষর নিতে হয় ক্রিকেটারদের। এখানে সে প্রক্রিয়াটাই সম্পন্ন করা হয়েছে।’

কোনো সফরের আগে হাতে যথেষ্ট সময় রেখে সাধারণত ভিসার কাজটি সম্পন্ন করে থাকে বিসিবি। আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে ক্রীড়া ফেডারেশন বা বোর্ডকে নিতে হয় সরকারি আদেশ বা জিও। পাকিস্তান সফরের ব্যাপারে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে সেটিই করছে বিসিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপেক্ষায় রেখেছে বাংলাদেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ