Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিব্রাল্টার প্রণালীতে পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে ব্রিটেন

প্রকাশের সময় : ২৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিব্রাল্টার অঞ্চলে পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে ব্রিটেন। স্পেনের সঙ্গে ব্রিটেনের দীর্ঘদিনের ভূখ- বিবাদ রয়েছে এবং দেশটি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর তা আরো তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে সেখানে পরমাণু ডুবোজাহাজ পাঠানো হলো। জিব্রাল্টারে নোঙ্গর করে ব্রিটিশ ডুবোজাহাজ এইচএমএস অ্যামবুশ। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী এ ভূখ-ের ওপর নিজ দেশের সার্বভৌমত্ব দাবি করার একদিন পরই এটি সেখানে নোঙ্গর করল। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের সিদ্ধান্ত নেয়ার পর স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিব্রাল্টার নিয়ে তার দেশ নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছে। দীর্ঘদিন এ রকম সম্ভাবনা দেখা যায়নি বলেও জানান তিনি। ব্রিটিশ নৌবাহিনী দাবি করেছে, অনেক আগেই সেখানে পরমাণু ডুবোজাহাজ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ইইউ ত্যাগের পর ওই অঞ্চলকে রক্ষা করা ব্রিটেনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। জিব্রাল্টারের আয়তন ৬.৭ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা ৩০ হাজার। ১৭১৩ সালে একটি চুক্তির আওতায় জিব্রাল্টারকে অধিগ্রহণ করেছিল ব্রিটেন। কিন্তু গত কয়েক দশক ধরে এ ভূখ- ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে স্পেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিব্রাল্টার প্রণালীতে পরমাণু ডুবোজাহাজ পাঠিয়েছে ব্রিটেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ