মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের বিহারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকারী রুবি রাইকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। পুনঃপরীক্ষায় ব্যর্থ হলে প্রতারণার অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়। বিহারের উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরনোর পর দেখা যায় বৈশালী এলাকার বিষুণ রায় কলেজের ছাত্রী রুবি প্রথম হয়েছেন। কিন্তু এক ভিডিও সাক্ষাৎকারে নিজের প্রধান বিষয় পলিটিক্যাল সায়েন্সকে প্রডিক্যাল সায়েন্স এবং এটি রান্না বিষয়ক শিক্ষা দেয় মন্তব্য করে ফেঁসে যান রুবি। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে পুনরায় রুবির পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় ফেল করার পর তাকে গ্রেপ্তার করা হয় এবং কর্তৃপক্ষ তার আগের ফল বাতিল করে। যারা রুবির পুনঃপরীক্ষা নিয়েছেন তারা সাংবাদিকদের বলেন, রুবির পারফমেন্সে তারা হতবাক। যখন তাকে ভারতের জনপ্রিয় কবি তুলসিদাস সম্পর্কে একটি রচনা লিখতে বলা হয়, তখন সে একটি মাত্র বাক্য লিখেছে তুলসি জি প্রণাম। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।