পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আরও চার নেতা। দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যক্ষ মতিউর রহমানকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া দলের সাবেক কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানকে আবারও একই পদে মনোনীত করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার রাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম রহমত উল্লাহ, দক্ষিণ শাখার সাবেক সভাপতি আবুল হাসনাত ও সাবেক দুদক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে উপদেষ্টা পরিষদ সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
আওয়ামী লীগ-এর গঠনতন্ত্রের ২৬(ক) ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনা গত ২০ ও ২১ ডিসেম্বর ২০১৯ আওয়ামী লীগ-এর ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পর উপদেষ্টা পরিষদের শূন্য পদে আরও চারজনকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।###
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।