প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বছরের প্রথম শুক্রবার বলিউডের ‘ভাংরা পা লে’, ‘সাব কুশাল মাঙ্গাল’ ‘শিমলা মির্চি’, ‘ইংলিশ কি টায় টায় ফিসসস’এবং ‘অ্যাসিড- অ্যাস্টাউন্ডিং কারেজ ইন ডিস্ট্রেস’ফিল্ম পাঁচটি মুক্তি পেয়েছে। সবগুলো ফিল্মই বাণিজ্যিক বিপর্যয়ের শিকার হয়েছ, তবে কিছুটা এগিয়ে আছে ‘ভাংরা পা লে’। স্নেহা তৌরানির পরিচালনায় ডান্স ড্রামা ভাংরা পা লে’তে অভিনয় করেছেন সানি কৌশল, রুকশার ধিলন এবং শ্রিয়া পিলগাঁওকর। প্রথম দিন ফিল্মটি আয় করেছে ০.৭০ কোটি রুপি। মঙ্গলবার পর্যন্ত আয় ২.৬৫ কোটি রুপি। রেটিং পাঁচে আড়াই। অ্যাকশন কমেডি ‘সাব কুশাল মাঙ্গাল’ পরিচালনা করেছেন করণ কাশ্যপ, অভিনয় করেছেন অক্ষয় খান্না, রিবা কিষণ, প্রিয়াঙ্ক শর্মা,সতীশ কৌশিক এবং সুপ্রিয়া পাঠক। ০.৫০ কোটি রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আয় ১.৮৫ কোটি রুপি। রেটিং পাঁচে দুই। রমেশ সিপ্পি পরিচালিত রোমান্স কমেডি ‘শিমলা মির্চি’তে অভিনয় করেছেন রাজকুমার রাও, রাকুল প্রীত সিং, হেমা মালিনী। ০.৩০ কোটি রুপিতে শুরু করে মঙ্গলবার পর্যন্ত আয় ১.১৫ কোটি রুপি। রেটিং পাঁচে দুই। এই সপ্তাহান্ত পর্যন্ত ‘গুড নিউজ’-এর আয় ১৬৭.৫০ কোটি রুপি। ‘দাবাং থ্রি’র আয় ১৫১.২ কোটি রুপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।