Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী শিক্ষার্থীদেরও সকল সুযোগ-সুবিধা প্রদান করতে হবে-অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২০, ৭:৪৬ পিএম | আপডেট : ৭:৪৮ পিএম, ৮ জানুয়ারি, ২০২০

গতকাল বুধবার দুপুরে শহরের কাজির পয়েন্ট লতিফা কমিউনিটি সেন্টার হলরুমে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ, প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব মাওলানা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোয়ার আলী, অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, উপাধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ কুতবুল আলম, অধ্যক্ষ মাওলানা আলী নূর, অধ্যক্ষ আবু নছর ইব্রাহিম, অধ্যক্ষ মাওলানা নুর উদ্দিন, অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সুপার মাওলানা ফারুক আহমদ, প্রভাষক কাজী আমিন আত তাফহিম, সুপার ছাাদিকুর রহমান, সুপার আব্দুল মান্নান, সুপার ছিদ্দিকুর রহমান, সহকারি শিক্ষক ওলিউর রহমান, সুপার নাজমুল হুদা, প্রমুখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আরবি বিশ^বিদ্যালয় ঢাকা’র উপাচার্য ড.মুহাম্মদ আহসান উল্লাহ বলেন- ভালো শিক্ষক হতে হলে বেশি করে পড়াশোনা করতে হবে, মাদ্রাসা শিক্ষকরা ও মুসলিম জাতি শিক্ষা ক্ষেত্রে জ্ঞান বিজ্ঞানে সব সময় এগিয়ে। তাই শিক্ষক সমাজ কে হতাশ হলে চলবে না। প্রতিযোগিতায় নিজেকে সাজিয়ে নিতে হবে। মনে রাখবেন একজন ভালো শিক্ষক হতে হলে সব সময় বই পড়তে হবে। আপনি যেই বিষয়ে শিক্ষক হোন পড়াশোনার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে ভালো ও দক্ষ শিক্ষকের বিকল্প নেই। তিনি আরো বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন করেছে। মাদরাসা শিক্ষা আর পিছিয়ে নেই।

প্রধান বক্তার বক্তব্যে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাবীর আহমদ মোমতাজী বলেন-বর্তমান সরকার মাদরাসা শিক্ষকদের ন্যায্য দাবী দাওয়া অনেককাংশে পূর্ণ করেছেন। স্কুল কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের সাথে মাদরাসার সুপার ও অধ্যক্ষদের যে বেতন বৈষম্য ছিল তা দূর করেছে। ২০১৮ সালে জনবল কাঠামো বর্তমান সরকার বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের দাবীর প্রেক্ষিতে বর্তমান অর্থ বছর থেকে বাস্তবায়ন করতে যাচ্ছে। বর্তমান সরকার আলেম উলামাদের শত বর্ষের দাবী ইসলামী আরবী বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠা করে বর্তমানে ৯১টি মাদরাসায় অনার্স কোর্স ও মাষ্টার্স কোর্স চালু করেছে। প্রধানমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের বেতন ভাতাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমপর্যায়ের করে দিয়েছেন। এখন বেসরকারি মাদরাসা স্কুল ও কলেজের শিক্ষকদেও প্রাণের দাবি হচ্ছে তাদের চাকুরি জাতীয় করণ করা। আমরা আজকের সম্মেলন থেকে আশা পোষন করছি প্রধানমন্ত্রী অচিরেই মাদরাসা শিক্ষকদের চাকুরি জাতীয়করণ করবেন। প্রাথমিক বিদ্যালয় এবং ইবতেদায়ী মাদরাসার মধ্যে এখনও অনেক বৈষম্য পরিলক্ষিত হয়, যার ফলে মাদরাসা শিক্ষা ধারার ফিডার ক্লাস কথা ইবতেদায়ী স্তরে ক্রমান্বয়ে শিক্ষার্থী সংকট দেখা দিচ্ছে। এরকম চলতে থাকলে অদূর ভবিষ্যতে মাদরাসাগুলো শিক্ষার্থীশুন্য হয়ে পরবে, যা মোটেও কাম্য নয়। তাই অনতি বিলম্বে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় ইবতেদায়ী শিক্ষার্থীদেরও সকল সুযোগ-সুবিধা প্রদান করা সময়ের দাবী। আমরা আশাকরছি অতি সল্প সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’সহ শিক্ষা সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদরাসা শিক্ষাধারায় নতুন এক অধ্যায়ের সূচনা করবেন।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ময়নুল হক, অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সৈয়দ হোসেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হাদি, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম নিজামি, অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন আব্দুল্লা, অধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, সুপার মাওলানা মাহবুবুর রহমান তাজুল, সুপার মাওলানা আব্দুল জলিল, সুপার মাওলানা মাখসুসুল করিম চৌধুরী, সুপার মাওলানা আব্দুল গফ্ফার আজাদ, সুপার মাওলানা শহিদুল ইসলাম, সুপার মাওলানা মোস্তাক আহমদ, সুপার মাওলানা সালেহ আহমদ, সুপার মাওলানা নুরুল হক, সুপার মাওলানা নুরুল হক, সহকারি অধ্যাপক মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ, সুপার মাওলানা কামরুজ্জামান, সুপার মাওলানা মোশাহিদ আরী, সুপার মাওলানা শায়খুল ইসলাম, সুপার মাওলানা বদরুল ইসলাম, সুপার মাওলানা আবু তায়্যিব মোহাম্মদ আব্দুন নুর, সুপার মাওলানা আব্দুল কায়ুম,সুপার মাওলানা মতিউর রহমান, সুপার জমির উদ্দিন মাসুক, সুপার মাওলানা আবুল কাসেম, সুপার মাওলানা সোহরাব হোসেন চৌধুরী, সুপার মাওলানা আব্দুস সালাম, সুপার মাওলানা মোস্তাক আহমদ, সুপার সৈয়দ আহমদ, সহকারি অধ্যাপক নজরুল ইসলাম, সহকারি অধ্যাপক আব্দুল মালেক, সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী, সুপার জাহাঙ্গীর আলম, সুপার মাওলানা সিরাজ উদ্দিন, সুপার মাওলানা ফজলুল হক, সুপার মাওলানা জমির উদ্দিন, সুপার মাওলানা শমসের আলী, সুপার মাওলানা আবু তাহের, সুপার মাওলানা আব্দুল ওয়াহিদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ