বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের একমাত্র পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক সফরে ফরিদপুর পৌঁছান। ফরিদপুর জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবু ইউসুফ মৃধার নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ও মাদরাসা প্রধানগণ তাঁকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। নেতৃবৃন্দ মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজীর উপস্থিতিতে স্থানীয় একটি হোটেলে মত বিনিময় সভার আয়োজন করেন। সভায় মাদরাসা শিক্ষা উন্নয়নে নানামুখি পদক্ষপ গ্রহনের পাশাপাশি বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিফিন প্রদান, নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ ও বেতন-ভাতা প্রদান, নতুন ইবতেদায়ী মাদরাসা এমপিও ও পাঠদানের অনুমতিসহ মাদরাসা শিক্ষার প্রসারে শিক্ষকদের আরো সচেতন হওয়ার বিষয়ে আলোচনা করা হয়। এসময়ে উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী আহŸান জানিয়ে বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই শিক্ষা ক্ষেত্রে বিশেষ দৃষ্টি রাখেন। আমরা নিজ নিজ প্রতিষ্ঠানকে যুগপোযুগি করে তোলায় সচেষ্ট থাকবো সেইসাথে সরকারকে সর্বাত্বক সহযোগিতা করে যাব। ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় আসন্ন মুজিব বর্ষেই আমাদের সকল চাহিদা পুরোন হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে দেশব্যাপী জমিয়াতুল মোদার্রেছীনের আহবানে সাড়া দিয়ে সর্বস্তরের মাদরাসা ও জমিয়াত নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালনের ব্যপর প্রস্তুতি গ্রহন করেছে। আশা করছি এ উদযাপনী অনুষ্ঠান মাদরাসা শিক্ষা উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে। সভায় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিছুর রহমান, সহ সভাপতি মাওলানা মোঃ ইব্রাহীম মিয়া, সহ সভাপতি মাওলানা মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সদর উপজেলা সভাপতি জনাব কামরুজ্জামান, সদরপুর উপজেলা সভাপতি ও বিশ্ব জাকের মঞ্জিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, চরভদ্রাসন উপজেলা সভাপতি লুৎফর রহমান, সাওতা উপজেলা সভাপতি জনাব মোঃ আবু সায়েম মোল্লা প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।