Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে সেনাপ্রধানের মেয়াদ বাড়াতে নতুন বিল পাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পাকিস্তানের সেনাপ্রধানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। দেশটির তিন বাহিনীর প্রধানদের মেয়াদ বাড়ানো সংক্রান্ত বিল গতকাল মঙ্গলবার সংসদের নিম্নকক্ষে উত্থাপন করলে তা পাস হয়। বিলে তিন বাহিনীর প্রধানদের- (সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী) বয়স তিন বছর করে বাড়ানো হয়। এর আগে গত বছর সেনাপ্রধানের মেয়াদ নিয়ে সুপ্রিমকোর্ট বলেন, সরকারের অনুরোধে জেনারেল বাজওয়া আরও ছয় মাস সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন। সেনাপ্রধানের মেয়াদকালীন বিষয়টি নিয়ে ছয় মাসের মধ্যে দেশটির সংসদ আইন প্রণয়ন করতে হবে।
সেসময় সুপ্রিমকোর্ট জানায়, সংসদকে অবশ্যই ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে হবে। ছয় মাসের মধ্যে আইন প্রণয়ন করতে না পারলে সেনাপ্রধানের নিয়োগ অবৈধ। বিল তিনটি হল- পাকিস্তান সেনাবাহিনী (সংশোধিত) বিল-২০২০, পাকিস্তান বিমান বাহিনী (সংশোধিত) বিল-২০২০ এবং পাকিস্তান নৌবাহিনী (সংশোধিত) বিল-২০২০।
এএফপি জানায়, এর ফলে ৫৯ বছর বয়সী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া আরও তিন বছর তার দায়িত্ব পালন করতে পারবেন। এ দিন পাকিস্তানের নিম্নকক্ষে পাস হওয়া আইনটি সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনী প্রধানদের সর্বোচ্চ বয়স ৬৪ বছর নির্ধারণ করা হয়।
পাকিস্তানের ৭২ বছরের ইতিহাসে প্রায় অর্ধেক সময়জুড়ে দেশটিতে সেনাবাহিনী শাসন করেছে। দেশটিতে সেনাবাহিনীকে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। সূত্র : ডন অনলাইন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ