Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ফর্মুলার বিপক্ষে মাহবুব

প্রকাশের সময় : ২৮ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এডিনবাগে চলছে আইসিসি’র বার্ষিক সাধারণ সভা। এই সভাতেই দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ক্রিকেট অনুমোদন হওয়ার সম্ভাবনা প্রবল। আইসিসি’র সর্বশেষ সভায় বিভিন্ন বোর্ড সমূহের সিইও’দের উপস্থিতিতে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট প্রথা প্রবর্তনের প্রেজেন্টেশন হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড টেস্টের দ্বিস্তরের বিপক্ষে জোরালো অবস্থান নিয়েছে, এমন কোনো সংবাদ আসেনি মিডিয়ায়। তবে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট প্রবর্তনের পক্ষে আইসিসি’র চলমান সভায় রায় হলে বড় ধরনের বিপদের মুখে পড়বে বাংলাদেশ। এমন শঙ্কা যখন নিচ্ছে পিছু, তখন দ্বিস্তরবিশিষ্ট টেস্ট ফর্মুলার বিপক্ষে অবস্থান বিসিবি’র সহ-সভাপতি মাহাবুব আনামের। গতকাল প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল শেষে মিডিয়াকে নিজের সে অবস্থানের কথা জানিয়েছেন মাহাবুব আনামÑ‘আমরা সহযোগী সদস্য থেকে যখন পূর্ণ সদস্য হয়েছি, তখন যে স্তরে খেলতাম সেখানে আমরা নিজেদের বনের রাজা মনে করতাম। যখন আমরা ঊর্ধ্বস্তরে আসলাম, তখন আমরা একটা ধাক্কা খেলাম। সেটা সত্যিকারের জগৎ, সেখানে প্রতিযোগিতা অন্য পর্যায়ের ছিল। সেখান থেকে যদি আবার পিছিয়ে আসি, তাহলে আমি মনে করি আমাদের ক্রিকেট আরো পিছিয়ে যাবে। মোটেও অগ্রসর হবে না। তাই টেস্ট ক্রিকেটে দ্বিস্তর পদ্ধতি আমি সমর্থন করি না।’
হঠাৎ করে টেস্ট ক্রিকেটে প্রতিদ্ব›িদ্বতার নামে দ্বিস্তরবিশিষ্ট টেস্ট প্রবর্তনের আইডিয়া নিয়েই আইসিসির সমালোচনা করেছেন মাহাবুবÑ‘আইসিসির দায়িত্ব হচ্ছে ক্রিকেটের বিশ্বায়ন করা। আইসিসির দায়িত্ব এটা নয় যে, তারা একটা বিশেষ ভেদাভেদ তৈরি করবে। আমরা মনে করি না গেøবাল অর্গানাইজশনেরও তেমনটা হওয়া উচিৎ।’ দ্বিস্তরবিশিষ্ট টেস্ট নিয়ে মাহাবুব নিজেও ধোঁয়াশার মধ্যে আছেনÑ‘এখন পর্যন্ত এটা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই আছে, আমার মনে এটা আরও পরিষ্কার হওয়া দরকার। এখনও সম্পূর্ণ পরিষ্কার নয় যার ওপর পূর্ণাঙ্গ মন্তব্য করা যায়। এখানে শুধু মার্কেটিং রাইট নয়। এখানে খেলা মার্কেটিং সকলকে সমন্বয় করা হয়েছে। এটা এখনও স্পষ্ট নয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বি-স্তরবিশিষ্ট টেস্ট ফর্মুলার বিপক্ষে মাহবুব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ