নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে শহীদ আহসান উল্লাহ মাস্টার জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ। চার দিনব্যাপী প্রতিযোগিতায় সান্দা ও তাউলু ইভেন্টের ৩০টি ওজন শ্রেনীতে প্রায় পাঁচশ’ পুরুষ ও নারী উশুকা অংশ নেবেন। এগুলো হলো- সান্দা ইভেন্টে পুরুষদের ৯টি ও নারীদের ৭টি এবং তাউলু ইভেন্টে পুরুষ ও নারীদের সাতটি করে ওজন শ্রেণী। ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
এবারের আসরে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি, বিকেএসপি এবং বাংলাদেশ ডাক বিভাগসহ বিভিন্ন জেলা ও বিভাগীয় জেলা ক্রীড়া সংস্থার ২৯টি দল অংশ নেবে। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।