Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ তপন চৌধুরী ও আঁখি আলমগীরের জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

আজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী তপন চৌধুরী এবং আঁখি আলমগীরের জন্মদিন। এবারের জন্মদিনটি আঁখি আলমগীরের কাছে ব্যতিক্রম। কিছুদিন আগেই তিনি দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর আগে আমজাদ হোসেন পরিচালিত ‘ভাত দে’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ৩৫ বছর পর পেলেন শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তির পর এবারই প্রথম জন্মদিন উদযাপন করছেন তিনি। তবে এবারের জন্মদিন শুধুই পরিবারের সঙ্গে কাটবে বলে জানিয়েছেন আঁখি আলমগীর। ‘ভাত দে’ সিনেমাতে অভিনয় করেছিলেন আঁখি আলমগীর। আবার একই সিনেমায় গান গেয়েছিলেন তপন চৌধুরী। এই সিনেমায় ‘কতো কাঁদলাম কতো গো সাধলাম আইলানা’ গানটি তপন চৌধুরীর কন্ঠে সেই সময় দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তপন চৌধুরী কানাডা থেকে কিছুদিন আগে দেশে এসেছেন স্টেজ শো’তে অংশ নিতে। তপন চৌধুরী বলেন, ‘জন্মদিন এলে আমার বাবা, মাকে খুব বেশি মনে পড়ে। মনে পড়ে আমার গানে ওস্তাদ স্বর্গীয় প্রিয়দা রঞ্জন সেন, ওস্তাদ মিহির লালা’সহ আমার আজকের এই পর্যায়ে আসার নেপথ্যে যাদের কিছুটা হলেও অবদান রয়েছে তাদের। জন্মদিনে সবার কাছে আশীর্বাদ চাই যেন ঈশ^র আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর সবাই যেন ভালো থাকেন, দেশের জন্য নিবেদিত থেকে কাজ করে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত করে তুলেন।’ আঁখি আলমগীর বলেন, ‘সত্যি বলতে কী বছরজুড়ে পেশাগত কাজ নিয়ে এতো বেশি ব্যস্ত থাকি যে নিজেকেই হারিয়ে ফেলি। দায়িত্ব পালন করতে গিয়েই আসলে এমন হয়। তাই এবারের জন্মদিনে কোন কাজ রাখিনি। পরিবারকেই সময় দিবো। দিনটাকে নিজের মতো করে উপভোগ করব। আর আল্লাহর বিশেষ রহমত যে, বছরজুড়েই স্টেজ শো’তে ব্যস্ত থাকি। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও যে আমার গান শুনেন, আমার বাবার নামটি শ্রদ্ধার সাথে উচ্চারণ করেন এটাই অনেক বড় প্রাপ্তি।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জন্মদিন

১৪ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ