Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭৭ গোল্ডেন গ্লোব : সেরা চলচ্চিত্র ‘নাইন্টিন সেভেন্টিন’, সেরা অভিনেতা য়োয়াকিন ফিনিক্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ৩:৩০ পিএম | আপডেট : ৪:২৫ পিএম, ৬ জানুয়ারি, ২০২০

হলিউডের ২০১৯ সালের ফিল্মগুলোর সম্মাননা আর স্বীকৃতির মৌসুম শুরু হল হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনের আয়োজনে ৭৭ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস দিয়ে। ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের গোল্ডেন গ্লোব পেয়েছে ‘নাইন্টিন সেভেন্টিন’ একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কৃত হয়েছেন স্যাম মেন্ডিস। কমেডি বা মিউজিকাল বিভাগে সেরা চলচ্চিত্রসহ তিনটি পুরস্কার জিতেছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’: ফিল্মটি পাঁচটি মনোনয়ন পেয়েছিল। ছয়টি মনোনয়ন পেয়ে শুধু শ্রেষ্ঠ অভিনেতা কমেডি বা মিউজিকাল বিভাগে একটি পুরস্কার পেয়েছে ‘ম্যারেজ স্টোরি’।

হলিউডের প্রধান দুই পুরস্কার অনুষ্ঠানের একটি গোল্ডেন গ্লোব দেয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বেভারলি হিলটন হোটেলে। অস্কারের এক ধরনের পূর্বাভাস হিসেবে গোল্ডেন গ্লোবকে গণ্য করা হয়। আসলেই তা ফলে কিনা জানবার জন্য এখন ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অপেক্ষায় থাকতে হবে।

বিনোদন জগতে বিশেষ অবদানের জন্য এ বছরের সিসিল বি. ডিমিল সম্মাননা পেয়েছেন অভিনেতা টম হ্যাঙ্কস । গত বছর এই সম্মান পেয়েছিলেন পেয়েছিলেন অভিনেতা জেফ ব্রিজেস। পাশাপাশি টিভি মাধ্যমের জন্য ক্যারল বার্নেট আ্যাওয়ার্ড পেয়েছেন এলেন ডিজেনারেস। এবার গোল্ডেন গ্লোব অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেতা পিয়ার্স ব্রসনান এবং কিলি শে স্মিথের দুই ছেলে ডিলান  ব্রসনান এবং প্যারিস ব্রসনান।

এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রিকি জার্ভেস। তিনি পঞ্চম বারের মত গোল্ডেন গ্লোব উপস্থাপনা করলেন।

২০১৯-এর ৯ ডিসেম্বর গোল্ডেন গ্লোবের মনোনয়ন ঘোষণা করা হয়।

 

৭৭তম গোল্ডেন গ্লোব জয়ীরা

  • সেরা চলচ্চিত্র (ড্রামা) : ‘নাইন্টিন সেভেন্টিন’।
  •  শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - ড্রামা) : রেনি জেলওয়েগার (‘জুডি’)।
  •  শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - ড্রামা) : য়োয়াকিন ফিনিক্স (‘জোকার’)।
  •  সেরা চলচ্চিত্র (কমেডি বা মিউজিকাল) : ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’।
  •  শ্রেষ্ঠ অভিনেত্রী (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : অকাফিনা (‘দ্য ফেয়ারওয়েল’)।
  •  শ্রেষ্ঠ অভিনেতা (চলচ্চিত্র - কমেডি বা মিউজিকাল) : ট্যারন এগারটন (‘রকেটম্যান’)।
  •  সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘মিসিং লিঙ্ক’।
  •  সেরা বিদেশী ভাষাভিত্তিক চলচ্চিত্র : ‘প্যারাসাইট’ (দ. কোরিয়া)।
  •  শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : লরা ডার্ন (‘ম্যারেজ স্টোরি’)।
  •  শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : ব্র্যাড পিট (‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’)।
  •  শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক : স্যাম মেন্ডিস (‘নাইন্টিন সেভেন্টি ওয়ান’)।
  •  সেরা চিত্রনাট্য (চলচ্চিত্র) : কুয়েন্টিন ট্যারান্টিনো (‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’)।
  •  শ্রেষ্ঠ যন্ত্রসঙ্গীত পরিচালক (চলচ্চিত্র) : হিল্ডার গুয়োনাডটির (‘জোকার’)।
  •  শ্রেষ্ঠ কণ্ঠসঙ্গীত (চলচ্চিত্র) : কথা ও সুর- এল্টন জন (গান : ‘(আই’ম গনা) লাভ মি এগেইন’; চলচ্চিত্র : ‘রকেটম্যান’)।
  •  সেরা টেলিভিশন সিরিজ (ড্রামা) : ‘সাকসেশন’।
  •  শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - ড্রামা) : অলিভিয়া কোলম্যান (‘দ্য ক্রাউন’)।
  •  শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - ড্রামা) : ব্রায়ান কক্স (‘সাকসেশন’)।
  •  সেরা টেলিভিশন সিরিজ (কমেডি বা মিউজিকাল) : ‘ফ্লিব্যাগ’।
  •  শ্রেষ্ঠ অভিনেত্রী (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : ফিবি ওয়ালার-ব্রিজ (‘ফ্লিব্যাগ’)।
  •  শ্রেষ্ঠ অভিনেতা (টেলিভিশন সিরিজ - কমেডি বা মিউজিকাল) : রামি ইউসেফ (‘রামি’)।
  •  
  •  সেরা মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : ‘চেরনোবিল’।
  •  শ্রেষ্ঠ অভিনেত্রী (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : মিশেল উইলিয়ামস (‘ফসি/ভের্ডোঁ’)।
  •  শ্রেষ্ঠ অভিনেতা (মিনি-সিরিজ বা টেলিভিশন চলচ্চিত্র) : রাসেল ক্রো (‘দ্য লাউডেস্ট ভয়েস’)।
  •  শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী (সিরিজ, মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : প্যাট্রিসিয়া আর্কেট (‘দি অ্যাক্ট’)।
  •  শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা (সিরিজ, মিনি-সিরিজ বা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : স্টেলান স্কার্সগার্ড (‘চেরনোবিল’)।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ