Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের পুষ্পস্তবক অর্পণ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

 নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অফিসার্স এসোসিয়েশন এর নব-নির্বাচিত কমিটির পক্ষ থেকে গতকাল(রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও মূলফটকে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলমকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপাচার্যের কার্যালয়ে কমিটি সদস্যবৃন্দের উপস্থিতিতে এ শুভেচ্ছা জানানো হয়। এতে কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন, সহ-সভাপতি নার্গিস আক্তার হেলালী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব ইকবাল, কোষাধ্যক্ষ কামরুল হাসান, প্রচার ও দপ্তর সম্পাদক কাজী জিয়াউল হক, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা, সদস্য ইসতিয়াক মোহাম্মদ ফয়সল, আবু নাসের এবং মোহাম্মদ মহিউদ্দিন উপস্থিত ছিলেন। কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হকসহ বিভিন্ন দপ্তর এবং শাখাপ্রধানবৃন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোবিপ্রবি

৮ ডিসেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ