Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপি পুলিশের দাবি গুলিবিদ্ধ ৫৭, পাওয়া গেল মাত্র ১

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতে সংবিধান সংশোধনন আইন (সিএএ)-বিরোধী আন্দোলনে জনতা-পুলিশ সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি উত্তর প্রদেশ (ইউপি) পুলিশের। গত মাসের এই আন্দোলনে রাজ্য পুলিশের প্রায় ৩০০ কর্মী জখম হয়েছেন। জখম সেই পুলিশকর্মীদের মধ্যে ৫৭ জন গুলিবিদ্ধ। যদিও, এর বেশি কিছু বলতে রাজি হননি ইউপি পুলিশ কর্মকর্তারা। এদিকে এনডিটিভি অনেক ঘুরে এক পুলিশকর্তাকে খুঁজে পেয়েছিলেন, যিনি এখনো পায়ে ব্যান্ডেজ বেঁধে ঘুরছেন। ওই পুলিশকর্তা মুজাফ্ফরনগরের এসপি সতপাল অনতিল এনডিটিভিকে এক ছবি দেখান। যেটা বুলেটবিদ্ধ পায়ের ছবি। সে ব্যাপারে তার দাবি, ২০ ডিসেম্বর তিনি ও তার টিম মীনাক্ষী চকের দায়িত্বে ছিলেন। সেই সময় আচমকাই তার পায়ে গুলি এসে লাগে। তিনি বুঝতে পারেননি, শুধু তার পা রক্তাক্ত হয়ে গিয়েছিল, জানিয়েছেন তিনি। যদিও ওই পুলিশকর্তার উপর আক্রমণের অভিযোগে কোনো পৃথক তদন্ত করেনি ইউপি পুলিশ। শুধু খুনের চেষ্টার অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে তারা। ওই দিনই (২০ ডিসেম্বর) পুলিশের গুলিতে মুজ্জাফ্ফরনগরে এক প্রতিবাদীর মৃত্যু হয়েছিল বলে সরব বিরোধীরা। এদিকে আবার পুলিশের এই দাবি ঘিরে দফতরের অন্দরেই বিরোধ তুঙ্গে। পিভি রমা শাস্ত্রী নামে এক পুলিশকর্তা দাবি করেছেন, তার কাছে গুলিবিদ্ধ সব পুলিশকর্মীর তালিকা আছে। কিন্তু এনডিটিভিকে আরো তথ্যের জন্য জেলা পুলিশ লাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। তারপরেই উত্তর প্রদেশের যে জেলাগুলোতে সিএএ-বিরোধী আন্দোলনে সহিংসতা ছড়িয়েছিল, ওই জেলার পুলিশকর্তাদের সঙ্গেও যোগাযোগ করে এনডিটিভি। তারাও একই দাবি করেন, কিন্তু তাদের তালিকা মোতাবেক গুলিবিদ্ধ পুলিশকর্মীদের সংখ্যা যথেষ্ট কম, যেখানে রাজ্য পুলিশের দাবি প্রায় ৩০০ জন গুলিবিদ্ধ। ফলে এই দাবি ঘিরে স্পষ্টতই বিভাজন পুলিশকর্তাদের মধ্যে। এনডিটিভি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউপি পুলিশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ