Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দশ বস্তি উন্নয়নে ৮ কোটি টাকার কাজ শুরু

কক্সবাজার পৌর এলাকা

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার : | প্রকাশের সময় : ৫ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

গ্রামকে শহরে রূপান্তর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী তাঁর স্বপ্ন বাস্তবায়নে কক্সবাজার পৌর এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। বিশাল এ উদ্যোগ বাস্তবায়নে পৌর পরিষদকে সাথে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন কক্সবাজার পৌর মেয়র মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প ইউজিপি-থ্রি’র অধিনে পৌর এলাকার ১০ বস্তির জীবন মানোন্নয়নে অবকাঠামো নির্মাণ শুরু হয়েছে। ৮ কোটি ১৭ লাখ ৪৮ হাজার ৫১৩.০৬ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পের কাজ শেষ হবে। যদিও ৭টি পূর্তকাজ বাস্তবায়নে প্রাথমিক বরাদ্দ এসেছে ২ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা।

শুক্রবার জুমা নামাজের পর পৌরসভার ৫নং ওয়ার্ড এসএম পাড়ায় বস্তি উন্নয়ন কাজ আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পের সার্বিক কার্যক্রম শুভ সূচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান। এদিন শুধু এসএম পাড়ায় ৯১১ মিটার ফুটপাত, ৯১১ মিটার ড্রেন, ৫টি টিউবওয়েল, ৫টি টয়লেট, ১০টি সোলার স্ট্রিট লাইট, একটি ডাস্টবিন এবং ১০০টি বৃক্ষরোপনসহ প্রকল্পের জন্য প্রাথমিক বরাদ্দ এসেছে ৮২ লাখ ৪৫ হাজার ২৯২.৩৭ টাকা। একইভাবে ৩নং ওয়ার্ডের কানাইয়ারপাড়া বস্তি উন্নয়নে ৭৩ লাখ ৩৬ হাজার ০৬৬.৪৯ টাকা, ৪নং ওয়ার্ড পেশকারপাড়া বস্তি উন্নয়নে ৮২ লাখ ৩৭ হাজার ২৫৬.৭৬ টাকা, ৬নং ওয়ার্ড পল্যাইন্যাকাটা বস্তি উন্নয়নে ৭৯ লাখ ৮২ হাজার ৬১০.৯৯ টাকা, ৭নং ওয়ার্ড টেকনাফ পাহাড় আশুরঘোনা বস্তি উন্নয়নে ৮৩ লাখ ৭৭ হাজার ২৪০.১৫ টাকা, একই ওয়ার্ডের অলিরঘোনা হালিমা পাড়া বস্তি উন্নয়নে ৮৩ লাখ ১১৫.০৪ টাকা, ৯নং ওয়ার্ড মৌলভীপাড়া বস্তি উন্নয়নে ৮৩ লাখ ৮৬ হাজার ৫৮৭.৯৬ টাকা, একই ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া বস্তি উন্নয়নে ৮২ লাখ ৯৩ হাজার ৭৩৪.৮৩ টাকা, ১২নং ওয়ার্ড ফাতেরঘোনা লাইট হাউজ পাড়া বস্তি উন্নয়নে ৮৩ লাখ ২০ হাজার ৩০০.৫৭ টাকা, একই ওয়ার্ডের আদর্শ গ্রাম বস্তি উন্নয়নে ৮২ লাখ ৬৯ হাজার ২৬৮.৯০ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে।

পৌর এলাকার জনসাধারণ বলছেন, স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলরদের সহযোগিতায় মেয়র মুজিবুর রহমানের নেয়া এসব বস্তি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে অনেক অবহেলিত এলাকা পাল্টে যাবে। বদলে যাবে অনুন্নত বস্তিগুলোর দুর্ভোগের চেহারা। তাই জনদুর্ভোগ লাগবে এমন উদ্যোগ গ্রহন করায় পৌর পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।

অন্যদিকে বস্তি উন্নয়ন কাজগুলো যেন শতভাগ স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে বাস্তবায়ন হয় সেদিকে সংশ্লিষ্ট সবাইকে খেয়াল রাখার আহবান জানিয়েছেন মেয়র মুজিবুর রহমান। বিশেষ করে স্ব-স্ব ওয়ার্ড কাউন্সিলরের প্রতি টেকসই কাজ আদায়ের ওপর গুরুত্বারোপ করেন মেয়র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাজ শুরু

১২ সেপ্টেম্বর, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ