পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সারাদেশের পাটকল শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। বেতন ভাতা না পেয়ে হাজার হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে। সরকার বিভিন্ন সময়ে পাটকল শ্রমিকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি।
অনশনসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। পাটকল শ্রমিকদের সাথে আর টালবাহানা না করে অবিলম্বে শ্রমিকদের সকল ন্যায্য দাবি মেনে নিতে হবে। ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
গতকাল শুক্রবার সকালে পুরানাপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরী সাধারণ সম্পাদ মাওলানা আজীজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত ডেমরা এলাকার পাটকল শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, অধ্যাপক আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম ও আবদুর রহীম মঞ্জু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।