মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তিনি বলেন, পাক অধিকৃত আজাদ কাশ্মীরে অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী, যে কোনো সময় এটি হতে পারে।
বৃহস্পতিবার রাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।নারাভানে বলেন, আমরা জম্মু ও কাশ্মীরসহ সীমান্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করেছি। আমাদের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে সেসব পরিকল্পনা কার্যকর করা যেতে পারে। আমাদের যে কাজটি করতে দেয়া হয়েছে তা সফলভাবে শেষ করব এবং শেষ করব।এর আগে বুধবার পাকিস্তানকে নিয়ে ভারতের সেনাপ্রধানের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ বলে উল্লেখ করেছে ইসলামাবাদ। এরপরই বৃহস্পতিবার এমন বক্তব্য দেন ভারতীয় সেনাপ্রধান। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।