Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পাকিস্তান-ভারত পরমাণু স্থাপনার তালিকা বিনিময়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম

পরমাণু স্থাপনার তালিকা বিনিময় করেছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। বুধবার যথাযথ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসলামাবাদ এবং নয়াদিল্লিতে একইসঙ্গে এ তালিকা বিনিময় করা হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়র এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরমাণু স্থাপনায় হামলা নিষিদ্ধ সংক্রান্ত চুক্তির আওতায় এ নিয়ে ২৯তম বারের মতো এ তালিকা বিনিময় করা হলো। তিন দশক আগে ওই চুক্তিটি স্বাক্ষরিত হয়। ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্ত্বশাসন ও রাজ্যের মর্যাদা বাতিলের পর বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গে বিবাদে জড়ায় ইসলামাবাদ। এ নিয়ে দুই দেশের মধ্যেই বুধবার এ তালিকা বিনিময়ের ঘটনা ঘটলো। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এ সংক্রান্ত চুক্তিতে উপনীত হয় ভারত ও পাকিস্তান। ১৯৯১ সালের ২৭ জানুয়ারি এটি প্রথমবারের মতো কার্যকর হয়। উল্লেখ্য, উভয় দেশই পরমাণু শক্তিধর দেশ হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কেউই পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-তে স্বাক্ষর করেনি। পার্স টুডে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ