Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই : জিএম কাদের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২০, ১২:৫৬ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিশুদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, শিক্ষার চেয়ে বড় সম্পদ আর নেই। আজকের শিশুরা শিক্ষিত হলে দেশে-বিদেশে তারা মানবসম্পদে পরিণত হবে। গতকাল রাজধানীর কড়াইল বস্তিতে পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন এবং শিশুদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এরশাদ অনেক কাজ করেছেন। বর্তমান সরকারও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছে। অভিভাবকদের উদ্দেশে গোলাম মোহাম্মদ কাদের বলেন, শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন। শিশুদের শিক্ষিত হবার অধিকার থেকে বঞ্চিত করবেন না।
পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টি নেতা মেজর (অব.) খালেদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী, জাতীয় পার্টি মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, জাতীয় পার্টি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন, শিশু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক প্রবীর কুমার হালদার, জাতীয় পার্টি নেতা মামুনুর রহমান ও মো. মারজান।
অনুষ্ঠান শেষে ইউনিসেফের অর্থায়নে নির্মিত একটি ভবন উদ্বোধন করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। উল্লেখ্য ২০১১ সালে ব্যক্তিগত টাকা দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কড়াইল বস্তির শিশুদের জন্য পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। এ সময় বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটি জানায়, পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণি থেকে অস্টম শ্রেণি পর্যন্ত করার পরিকল্পনা আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিএম কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ