মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পানামা খালকে আরও চওড়া করার পর খালটি আবার নতুন করে খুলে দেওয়া হয়েছে। খালটিকে প্রশস্ত করার জন্য কাজ চলেছে গত ৯ বছর ধরে। ৭৭ কিলোমিটার (৪৮ মাইল) দীর্ঘ খালটির নতুন লেনের নির্মাণ কাজ শুরু হয় ২০০৭ সালে। ২০১৪ সাল নাগাদ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও শ্রমিক অসন্তোষের কারণে প্রায় দুই বছর সময় বেশি ব্যয় হয়। ১৫৮ ফুট প্রশস্ত এবং ৯৮৪ ফুট দীর্ঘ নতুন লেনের নির্মাণ কাজে ৫২০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। কাজ শেষের পর গত রোববার সম্প্রসারিত এ খালটি আবার চালু হয়েছে চীনের বিশাল একটি মালবাহী জাহাজ যাওয়ার মধ্য দিয়ে। পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। বিশ্ববাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এ খালটি দিয়ে এখন আগের তুলনায় দ্বিগুণ জাহাজ যাতায়াত করতে পারবে। সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ৯৮ শতাংশই এ পথে হয়। ১৯১৪ সালের আগস্টে প্রথমবারের মতো পানামা খাল দিয়ে জাহাজ চলাচল শুরু হয়। গত রোববারের উদ্বোধনী অনুষ্ঠানে চীন, জাপান, পেরু, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোসহ আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।