মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে নতুন এক জরিপে দেখা যাচ্ছে, রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ১২ পয়েন্টে এগিয়ে রয়েছেন। উস্কানিমূলক ও উদ্ধত্য কথাবার্তার জন্য ভোটাররা ট্রাম্পের ওপর ভরসা রাখতে পারছেন না। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের জরিপে দেখা যায়, হিলারিকে সমর্থন করছেন ৫১ শতাংশ নিবন্ধিত ভোটার। বিপরীতে ট্রাম্পের প্রতি সমর্থন দিয়েছে ৩৯ শতাংশ ভোটার। এছাড়া ওয়াল স্ট্রিট জার্নাল এবং এনবিসি নিউজ পরিচালিত অপর এক জরিপেও হিলারি ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। দুটি জরিপই গত রোববার প্রকাশ করা হয়েছে। জরিপে দেখা যাচ্ছে, এক মাস আগেও ট্রাম্পের প্রতি নাগরিকদের যে সমর্থন ছিল তা এখন আর নেই। দুই-তৃতীয়াংশ ভোটারই মনে করেন যে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন। অন্যদিকে, ৬১ শতাংশ আমেরিকান মনে করেন যে, হিলারি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য। এদিকে, গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এবং আইপিএসওএসের চালানো এক অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জনসমর্থনের দিক থেকে ১৩.৩ শতাংশ এগিয়ে রয়েছেন। জরিপটি চালানো হয় অনলাইনে। এতে ৫০টি অঙ্গরাজ্যের এক হাজার ২০১ জন মতামত দেয়। জুন মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত চলা জরিপে ৪৬.৬ শতাংশ ভোটার হিলারিকে আর ৩৩.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে সমর্থনের কথা জানান। ২০ দশমিক ১ শতাংশ ভোটার এ দুজনের কাউকেই সমর্থন করে না বলে মত দিয়েছে। এছাড়াও, গত সপ্তাহে রয়টার্স এবং ইপসোস পরিচালিত এ জরিপে দেখা যায়, হিলারি ক্লিনটন ১১ ভাগ জনসমর্থন বেশি পেয়েছেন। যা শতকরা ৪৬ ভাগ জনসমর্থন আর ট্রাম্পের পক্ষে সমর্থন দিয়েছেন শতকরা ৩৫ ভাগ ভোটার। তবে শতকরা ১৯ ভাগ ভোটার এ দুই প্রার্থীর কাউকেই সমর্থন করছেন না। উল্লেখ্য, ১২ জুন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে একটি সমকামী নাইট ক্লাবে হামলার ঘটনার পর ট্রাম্পের সমর্থন হঠাৎ বেড়ে যায়। এতে হিলারির জনপ্রিয়তা প্রায় ৯ শতাংশ হ্রাস পেয়েছিল। আগামী নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।