বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষককে মারপিটের অভিযোগে রাতে গ্রেফতারের পর দুপুরেইা জামিন পান চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল আদালতের বিচারক মো. রেজাউল করিম তাদের জামিন মঞ্জুর করেন। জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার দামকুড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান মিলনকে গত বুধবার কালীগঞ্জ বাজারের স্কুল রোডে দাঁড়িয়ে ছিলেন। এ সময় চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা ও তার সঙ্গে থাকা লোকজন মিলনের ওপর হামলা করে। পরে স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় রাতেই শিক্ষক মিলন বাদী হয়ে চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলাসহ ৭জনকে আসামী করে সিংড়া থানায় মামলা দায়ের করেন। গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিংড়া থানা পুলিশ জাহেদুল ইসলাম ভোলা এবং তার ভাগিনা মাসুদকে আটক করে সকালে তাদের কোর্ট হাজতে পাঠায়। বৃহস্পতিবার আদালতে তাদের হাজির করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। এ বিষয়ে দামকুড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রলীগ নেতা মতিয়ার রহমান মিলন বলেন, বিদ্যালয় থেকে আমাকে সরিয়ে দেওয়ার জন্য ভোলা সহ একটি চক্র নানা ভাবে আমাকে হত্যাসহ মারপিটের হুমকি দিয়ে আসছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।