মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরীয় সীমান্তের কাছে এক আত্মঘাতী ট্রাক-বোমা হামলায় জর্ডানের ছয় নিরাপত্তা সদস্যকে হত্যার কথা স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। বিবিসি জানায়, গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামিক স্টেটের একজন যোদ্ধা’ গত মঙ্গলবার প্রত্যন্ত রুকবান অঞ্চলে একটি অস্থায়ী শরুার্থী শিবিরের কাছে এই হামলা চালিয়েছেন। ইতিপূর্বে আইএস জর্ডানের সীমান্ত ভেঙে দেয়ার হুমকি দিয়েছিল। আইএসের বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সদস্য জর্ডান। সিরিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলাগুলোর মধ্যে জর্ডানের সামরিক বিমানও রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুকবান হামলাই জর্ডানের অভ্যন্তরে প্রথম হামলা। এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক-বোঝাই লরি নিয়ে উচ্চ গতিতে সিরীয় সীমান্ত থেকে জর্ডানের সামরিক পোস্টের কাছে এসে বিস্ফোরণ ঘটান। এই হামলায় চারজন সীমান্তরক্ষীসহ দুজন বেসামরিক নিরাপত্তা সদস্য নিহত হন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।