মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় লাস অ্যানিমাস কাউন্টিতে একটি ট্রেনের সঙ্গে মিনিভ্যানের সংঘর্ষে তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। গত রোববার এই দুর্ঘটনা ঘটে বলে রাজ্য পুলিশ জানিয়েছে। এক বিবৃতিতে কলোরাডো রাজ্যের টহল পুলিশ জানিয়েছে, ছয়জন যাত্রী বহনকারী মিনিভ্যানটি কাউন্টির একটি সড়ক দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় পশ্চিমমুখী দ্রুত গতিতে ছুটতে থাকা অ্যামট্র্যাক ট্রেনটির সামনে থেকে ভ্যানটি সরিয়ে নিতে ব্যর্থ হন চালক। দুর্ঘটনায় মিনিভ্যানের চালকসহ আরো চার যাত্রীর মৃত্যু হয়। এদের মাঝে তিন শিশুও রয়েছে যাদের বয়স ১৮ বছরের নিচে। গুরুতর আহতাবস্থায় এক বালিকাকে আকাশপথে ডেনভারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে টহল পুলিশ জানিয়েছে। ট্রেনটির কোনো ক্রু বা যাত্রী এই দুর্ঘটনায় আহত হননি। অ্যামট্র্যাক জানিয়েছে, শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেসের লাইনের ট্রেনটিতে ২৮৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় ৯.৪৫ মিনিটে কলোরাডোর ত্রিনিদাদের কাছে মিনিভ্যানটির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। ট্রেনটি মিনিভ্যানের ডানপাশে আঘাত করে। ভ্যানটির চালক ও যাত্রীদের সিটবেল্ট লাগানো ছিল বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো জানিয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে চালকের অ্যালকোহল কিংবা কোনো মাদক গ্রহণের সম্পৃক্ততা নেই বলে মনে করছেন তারা। দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের পরিচয় প্রকাশ করা হয়নি। অ্যামট্র্যাক জানিয়েছে, দুর্ঘটনায় ট্রেনের কিছু যন্ত্রাংশের ক্ষতি হলেও ক্রুরা দ্রুত তা মেরামত করে ট্রেনের যাত্রা অব্যাহত রাখে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।