Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান যেতে আপত্তি নেই ডোমিঙ্গোর

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২০, ১২:০১ এএম

নতুন বছর চলে এল, বাংলাদেশের পাকিস্তান সফরের নতুন কোনো খবর আছে কি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী পুরোনো কথাই নতুন করে বললেন। তবে নিজাম জানিয়ে রাখলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যত দেরিতে সিদ্ধান্ত জানাবে ততই তাদের ক্ষতি!
বিসিবি এরই মধ্যে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তারা পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি। এই মুহূর্তে কিছুতেই সেখানে গিয়ে টেস্ট খেলবে না বাংলাদেশ। বিসিবির এ সিদ্ধান্তে এখনো ইতিবাচক কোনো সাড়া আসেনি পিসিবির কাছ থেকে। পিসিবির বিলম্বে বিসিবি কিছুটা বিরক্ত। নিজামউদ্দিন বলছেন, পিসিবি যদি আরও দেরি করে সিদ্ধান্ত জানায় তাতে পাকিস্তানের ক্ষতি বেশি, ‘ওরা কেন রাজি হচ্ছে না (টি-টোয়েন্টি সিরিজ খেলতে) বা দেরি করছে ঠিক বুঝতে পারছি না। হয় তাদের বোঝার ভুল, না হলে আমরা তাদের বোঝাতে পারছি না! তাদের দ্রুত সিরিজটা আয়োজন করা উচিত। না হলে পরে তো এটাও তারা পাবে না! আমাদের একটা প্রস্তুতির ব্যাপার আছে। ওরা ১৭ জানুয়ারি বললে পরের দিন তো আর দল পাঠানো যাবে না।’
এ মুহূর্তে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের ফাইনাল ১৭ জানুয়ারি। বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সম্ভাব্য সময় জানুয়ারির শেষ সপ্তাহ। সিরিজটা যদি হয়, তৈরি হতে কিছু সময় নেবে বাংলাদেশ। এ সময়ে দল নির্বাচন করা হবে, বিপিএলের পর খেলোয়াড়দের দু-এক দিন বিশ্রাম দেবে, প্রস্তুতির ব্যাপারও আছে। এরপর সিরিজটা খেলতে যাবে। দেরি করে পিসিবি হুট করে সিরিজের সূচি চূড়ান্ত করলেই যে বিসিবি চট করে রওনা দেবে, সেটির ভাবার সুযোগ নেই।
নিজামউদ্দিন বলছেন, তারাও চান পাকিস্তানে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট হোক। বিসিবির প্রধান নির্বাহী মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেট নিয়মিত আয়োজন করতে নির্দিষ্ট কোনো সংস্করণ নয়, যেকোনো সংস্করণ খেলতেই পিসিবির রাজি হয়ে যাওয়া উচিত, ‘তাদের চাওয়া সফরের দুই সংস্করণ ম্যাচ আয়োজন করতে। আমরাও চাইছি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক। এখানে টেস্ট কিংবা নির্দিষ্ট সংস্করণের বিষয় নয়। তারা শ্রীলঙ্কা কিংবা আমাদের যা বোঝাচ্ছে, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে তা বোঝাতে পারবে? তারা বলছে ২০২২ সালের অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ আয়োজন করবে। ঠিক আছে, আমরাও তখন খেলে আসব।’
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো সাংবাদিকদের বলেছেন, পাকিস্তান সফরে আপত্তি নেই তার। অথচ কিছুদিন আগেও শোনা গিয়েছিল পাকিস্তানে যেতে আগ্রহী নন দক্ষিণ আফ্রিকান কোচরা। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী বলছেন, ‘আমাদের কাজ করতে হচ্ছে সাতজন কোচিং স্টাফ নিয়ে। ডমিঙ্গো তো আর একা দল নিয়ে যাবে না! আমরা বিষয়টা নিয়ে আলোচনা করে রেখেছি। জানি কে যাবে আর কে যাবে না। এই মুহূর্তে বিষয়টা আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ নয়।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ