চরিত্র মানুষের শ্রেষ্ঠতম অলঙ্কার
সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত- মানবজাতি। এ শ্রেষ্ঠত্ব মানুষ তার চরিত্র দিয়ে অর্জন করে নেয়।
গোযওয়ায়ে যী কারাদ
তোমাদের যে কাউকে ধাওয়া করতে শুরু করলে অনায়াসে ধরে ফেলবো। তোমরা যদি আমাকে ধাওয়া কর কিছুতেই ধরতে পারবে না। আমার এ কথা শুনে ওরা ৪ জন ফিরে চলে গেলো। আমি নিজের জায়গায় বসে রইলাম। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর রসূলের সউয়ারদের গাছের ফাঁক দিয়ে আসতে দেখলাম। সবার আগে ছিলেন আখরাম। তার পিছেনে যথাক্রমে আবুকাতাদা এবং মেকদাদ ইবনে আসওয়াদ। হঠাৎ করে আব্দুর রহমান এবং আখরামের মধ্যে দ্বন্দ্ব লেগে গেলো। হযরত আখরাম আব্দুর রহমানের ঘোড়াকে আহত করে ফেললেন। আব্দুর রহমান ক্রুদ্ধ হয়ে বর্শা দিয়ে আখরামকে হত্যা করলেন। ইতোমধ্যে হযরত আবু কাতাদা আব্দুর রহমানের মাথার কাছে গিয়ে পৌঁছোলেন এবং তাকে বর্শা দিয়ে আহত করলেন। অন্য আততায়ীরা পালিয়ে গেলো। ওদের দিকে আমি দ্রুত দৌড়াতে লাগলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।