Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসিক মেয়রের সাথে হুয়াজং কৃষি বিশ^বিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-প্রেসিডেন্ট ইয়াও জিয়াংলিনের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল গতকাল রোববার দুপুরে দফতর কক্ষে মেয়রের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণা ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। যৌথ এ গবেষণা ইনস্টিটিউটের নামকরণ করা হয়েছে ’সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’। সাক্ষাৎকালে রাজশাহীর শিল্পায়ন, ঐতিহ্যবাহী সিল্ক, শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে আলোচনা হয়।
মতবিনিময়কালে মেয়র লিটন রাজশাহীতে গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। রাজশাহী সিটি কর্পোরেশনও চীনের প্রতিষ্ঠানের সাথে উন্নয়ন কাজ করছে। চীনের সহায়তায় রাজশাহীতে ভূ-উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগামীতেও চীনের সাথে এ সুসম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন । মতবিনিময়শেষে শুভেচ্ছা উপহার বিনিময় করেন তাঁরা।
চীনের প্রতিনিধি দলে আরো ছিলেন কলেজ অব লাইফ সায়েন্স এন্ড টেকনোলজির ভাইস-ডিন ঝাও জিয়াওজিয়ান, ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্টের ভাইস-ডিন ঝাও হুই, কলেজ অব লাইফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রফেসর কাও এয়াংরং ও পেং নান, ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি ডেভেলপমেন্টের ডিরেক্টর চেন লিউ। তাদের সাথে ছিলেন ‘সিনো-বাংলাদেশ বায়োইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইনস্টিটিউট’ বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারি অধ্যাপক এম মনজুর হোসেন, চীনের কলেজ অব প্লান্ট সায়েন্সের পোস্ট ডক্টরাল ফেলো হাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন রাসিক সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, প্রধান প্রকৌশলী মো. আশরাফুল হক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ