Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝিনাইদহে ইজিবাইক চালককে হত্যা

প্রকাশের সময় : ২৭ জুন, ২০১৬, ১২:০০ এএম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামে খোকন দাস (২৭) নামে এক ইজিবাইক চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই উপজেলার বড়ভাটপাড়া গ্রামের শ্যাম কুমার দাসের ছেলে। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত বুধবার বিকাল থেকে খোকন দাস নিজের ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন। গতকাল রোববার বেলা ৯টার দিকে রাখালগাছি ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের আখ ক্ষেতে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসি। প্রতিবেশি সুদেব কুমার লাশটি চার দিন ধরে নিখোঁজ থাকা খোকন দাসের বলে শনাক্ত করেন। ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, গত বুধবার বিকাল থেকে খোকন দাস নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা খোকন দাসকে শ্বাসরোধ করে হত্যা করেছে। রোববার বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝিনাইদহে ইজিবাইক চালককে হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ