Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাহুলের প্রতি মন্ত্রী গিরিরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে কংগ্রেস ভারতকে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ইতালীয় বংশোদ্ভূত মায়ের সন্তান কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে শনিবার তিনি বলেন, অনুপ্রবেশকারীদের প্রতি ভালোবাসা থাকলে তাদের ইতালি নিয়ে যান। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আগেই নাগরিকত্ব আইন সংশোধনের কথা বললেও জনতোষণের রাজনীতির কারণে তা বাস্তবায়ন করেনি বলেও অভিযোগ করেন বিজেপি নেতা গিরিরাজ। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এই খবর জানিয়েছে। গত ১২ ডিসেম্বর অনুমোদন পাওয়া ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিবেশি তিন দেশ থেকে পালিয়ে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। আইন সংশোধনের পর থেকেই দেশ জুড়ে চলছে বিক্ষোভ। এসব বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নিহত হয়েছে। ভাঙচুর হয়েছে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি। ক্ষমতাসীন বিজেপি’র অভিযোগ বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়িয়ে বিক্ষোভে উস্কানি দিচ্ছে। শনিবার ভারতের গবাদি পশু ও মৎস সম্পদ বিষয়ক মন্ত্রী গিরিরাজ সিং বলেন, ‘মিথ্যা বলে কংগ্রেস ভারতকে বিভক্ত করতে চাইছে... অনুপ্রবেশকারীদের প্রতি যদি রাহুল গান্ধীর ভালোবাসা থাকে তাহলে তাদের ইতালি নিয়ে যান’। ঝাড়খন্ডের রাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিরিরাজ সিং বলেন, নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে সমস্যা কেবল কংগ্রেস আর ছোট ছোট দলগুলোর। তিনি বলেন, বিভ্রান্তি ছড়িয়ে ও ভয়ের পরিবেশ তৈরি করে কংগ্রেসের করা পাপ পরিস্কার করছে বিজেপি। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ