মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বিতর্কিত ও বর্ণবাদী নাগরিক আইন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীকে বিতর্কের চ্যালেঞ্জ করায় বিজেপি সভাপতিকে একহাত নিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম। এই প্রসঙ্গ তুলে শনিবার এ বর্ষীয়ান কংগ্রেস নেতা বলেন, কী করে এত বড় গলায় কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী, রাহুলকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, সংসদে তো তিনি একটি প্রশ্নেরও উত্তর দেননি। খবর এনডিটিভির। তিরুবনন্তপুরমে নাগরিকত্ব আইনবিরোধী এক মিছিলে যোগ দিয়ে চিদাম্বরম বলেন, ‘অমিত শাহর উচিত রাজ্যসভা ও লোকসভায় হওয়া বিতর্কটি আবার শোনা। তিনি সেখানে একটি প্রশ্নেরও উত্তর পারেননি। এখন তিনি এসেছেন রাহুল গান্ধীকে বিতর্কের চ্যালেঞ্জ করতে। এই আইনের সবটাই ভুল আর প্রতারণা। এক আর্থিক দুর্নীতির মামলায় জামিনে থাকা চিদাম্বরম আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল ৮ ডিসেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পায়। ৯ ডিসেম্বর তারা এটি লোকসভায় পেশ করে দুপুর ১২টায়। ১১ ডিসেম্বর তারা রাজ্যসভায় এটি পেশ করে। বর্তমান সরকার বিলটি তিন দিনে পাস করিয়েছে। এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভের প্রশংসা করে চিদাম্বরম বলেন, হাজার হাজার শিক্ষার্থী ও তরুণরা রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় যারা নেমেছেন, তাদের মধ্যে অধিকাংশই হিন্দু, শিখ, জৈন, পার্সি, দলিত ও উপজাতি। তিনি বলেন, প্রত্যেকের পৃথক পরিচয় রয়েছে। কিন্তু একটি বড় পরিচয়ও রয়েছে যে, আমরা ভারতীয় এবং ভারতে সবাই সমান। এই আইন আমাদের সংবিধানের মূল ভিত্তিকেই ধ্বংস করছে। ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতেরও সমালোচনা করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। নাগরিকত্ব আইনের বিরোধিতার সমালোচনা করছেন বিপিন রাওয়াত। চিদাম্বরম বলেন, রাজনীতিবিদদের কী করা উচিত সেটি বলা সেনার কাজ নয়। যেমন আমাদের কাজ নয় সেনাকে এটা বলা যে, কেমন করে যুদ্ধে লড়তে হবে। সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে- পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে কেবল মুসলিম ছাড়া ভারতে আসা সব অমুসলিম শরণার্থীরা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সমালোচকদের দাবি, এই আইন মুসলিমদের প্রতি বৈষম্যমূলক এবং আইনটি সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিরও পরিপন্থী। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।