Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শাহজাহান-শাকিল ডিএসই’র পরিচালক নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৯, ৭:১৭ পিএম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার বা স্টেকহোল্ডারদের ভোটে প্রতিষ্ঠানটির নতুন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহজাহান এবং শাকিল রিজভী। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর মতিঝিলে ডিএসই’র পুরাতন ভবনে এ ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

দুই পরিচালক পদে এই ভোটযুদ্ধে অংশ নেন জাহান সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহজাহান, শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাকিল রিজভী এবং ডেসা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ শামীম আফজাল।

২৫৯ জন বৈধ ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৭৮ জন। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়েছে। শেয়ারসংখ্যা দ্বারা ভোট নির্ধারিত হওয়ায় ২৫৯ জন ভোটারের ভোটসংখ্যা ১১৭ কোটি ২৪ লাখ ৫৪ হাজার। বৈধ ভোটের মধ্যে শাহজাহান পেয়েছেন ৮৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার এবং শাকিল রিজভী পেয়েছেন ৮২ কোটি ৯ লাখ ৬৮ হাজার ভোট। আর পরাজিত প্রার্থী শামীম আফজাল পেয়েছেন ১৫ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ভোট।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টক এক্সচেঞ্জ

২৪ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ