পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এদিন ব্যাংক খাতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩টির বা ১০ শতাংশের এবং ২টির বা ৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ ২ দশমিক ৪০ টাকা বেড়েছে ডাচবাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ দশমিক ১০ টাকা বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ শূণ্য দশমিক ৯০ টাকা বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের।
এছাড়া ওয়ান ব্যাংকের শূণ্য দশমিক ৮০ টাকা; ট্রাস্ট, প্রাইম ও যমুনা ব্যাংকের শূণ্য দশমিক ৬০ টাকা করে; উত্তরা, স্যোসাল ইসলামী, আইএফআইসি, ঢাকা ও সিটি ব্যাংকের শূণ্য দশমিক ৫০ টাকা করে; শাহজালাল ইসলামী ও মার্কেন্টাইল ব্যাংকের শূণ্য দশমিক ৪০ টাকা করে; এক্সিম, ইসলামী, ন্যাশনাল, রূপালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শূণ্য দশমিক ৩০ টাকা করে; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শূণ্য দশমিক ২০ টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল, সাউথইস্ট, ব্র্যাক, ব্যাংক এশিয়া ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর শূণ্য দশমিক ১০ টাকা করে বেড়েছে। গতকাল শেয়ার দর সর্বোচ্চ শূণ্য দশমিক ৩০ টাকা কমেছে পূবালী ব্যাংকের। এছাড়া এনসিসি ও ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর শূণ্য দশমিক ১০ টাকা করে কমেছে। এদিন লেনদেন শেষে ২টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ২টি হলো : আইসিবি ইসলামিক ও এবি ব্যাংক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।