Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৮৩ শতাংশের

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৩১ পিএম

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতে শেয়ার দর বেড়েছে ৮৩ শতাংশ প্রতিষ্ঠানের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এদিন ব্যাংক খাতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫টির বা ৮৩ শতাংশের, শেয়ার দর কমেছে ৩টির বা ১০ শতাংশের এবং ২টির বা ৭ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। শেয়ার দর সর্বোচ্চ ২ দশমিক ৪০ টাকা বেড়েছে ডাচবাংলা ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ১ দশমিক ১০ টাকা বেড়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ শূণ্য দশমিক ৯০ টাকা বেড়েছে প্রিমিয়ার ব্যাংকের।

এছাড়া ওয়ান ব্যাংকের শূণ্য দশমিক ৮০ টাকা; ট্রাস্ট, প্রাইম ও যমুনা ব্যাংকের শূণ্য দশমিক ৬০ টাকা করে; উত্তরা, স্যোসাল ইসলামী, আইএফআইসি, ঢাকা ও সিটি ব্যাংকের শূণ্য দশমিক ৫০ টাকা করে; শাহজালাল ইসলামী ও মার্কেন্টাইল ব্যাংকের শূণ্য দশমিক ৪০ টাকা করে; এক্সিম, ইসলামী, ন্যাশনাল, রূপালী ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শূণ্য দশমিক ৩০ টাকা করে; ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শূণ্য দশমিক ২০ টাকা এবং ইউনাইটেড কমার্শিয়াল, সাউথইস্ট, ব্র্যাক, ব্যাংক এশিয়া ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর শূণ্য দশমিক ১০ টাকা করে বেড়েছে। গতকাল শেয়ার দর সর্বোচ্চ শূণ্য দশমিক ৩০ টাকা কমেছে পূবালী ব্যাংকের। এছাড়া এনসিসি ও ইস্টার্ন ব্যাংকের শেয়ার দর শূণ্য দশমিক ১০ টাকা করে কমেছে। এদিন লেনদেন শেষে ২টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংক ২টি হলো : আইসিবি ইসলামিক ও এবি ব্যাংক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঢাকা স্টক এক্সচেঞ্জে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ