Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তরা -চীনের স্টক এক্সচেঞ্জ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৮, ৮:১৭ পিএম

চীনের শেনঝেন স্টক এক্সচেঞ্জের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের পরিচালক লি ফুজং বলেছেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল। ব্যক্তি মালিকানাধীন খাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ও বিনিয়োগে চীনা উদ্যোক্তরা আগ্রহী। ঢাকায় চীনা প্রতিনিধিদের সঙ্গে মঙ্গলবার ( ৩০ অক্টোবর) ডিসিসিআই ও ডিএসই’র এক ব্যবসায়িক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাংলাদেশে বিনিয়োগে সুযোগ-সুবিধা ও সম্ভাবনা নিয়ে চীনের নিউ হোপ লিউই কোম্পানি, ঝেজিয়াং ওয়েশিং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কোম্পানি, নিংবো সিজিং, চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং এবং এসডিআইসি পাওয়ার হোল্ডিংস কোম্পানির প্রতিনিধি দল এবং বাংলাদেশের গার্মেন্টস এক্সেসরিজ, নিটিং, এগ্রিকালচারাল, পাওয়ার এবং কনস্ট্রাকশন কোম্পানিগুলোর প্রতিনিধিরা ডিসিসিআইতে এই বৈঠক করেন। এর আগে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) ৬০ বছর পূর্তিতে ডিসিসিআই ও ডিএসই’র যৌথ উদ্যোগে ‘গন্তব্য বাংলাদেশ-বৈদেশিক বিনিয়োগের সুযোগ’ শীর্ষক এক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে এ এম মাজেদুর রহমান বলেছেন, বিদেশিদের বিনিয়োগের জন্য সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে অত্যন্ত আকর্ষণীয় স্থান বাংলাদেশ।

তিনি বলেন, দেশের নীতিনির্ধারকরা জাতীয় অর্থনীতিতে শেয়ারবাজারের অবদান বৃদ্ধির লক্ষ্যে স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের সিদ্ধান্ত নিয়েছিলেন, যা অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত ছিল।

ডিমিউচ্যুয়ালাইজেশনের মাধ্যমে কৌশলগত বিনিয়োগকারীর অন্তর্ভুক্তি দেশের অর্থনীতিতে শেয়ারবাজারের অবদান বৃদ্ধির পথ সুগম করেছে। কৌশলগত বিনিয়োগকারীর খোঁজে পৃথিবীর ৩৮টি প্রতিষ্ঠানের আগ্রহ দেখে এটাই প্রমাণিত হয় যে, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়।

ডিএসইর এমডি বলেন, সাংহাই ও শেনঝেন স্টক এক্সচেঞ্জের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়ামকে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে পাওয়া ডিএসইর জন্য অত্যন্ত গর্বের। যাদের সংবলিত মার্কেট ক্যাপিটালাইজেশন ৮ ট্রিলিয়ন ডলার। চীনের এই কনসোর্টিয়ামের সরাসরি বিনিয়োগের ফলে শুধু ডিএসই উপকৃত হবে না বরং বাংলাদেশের সমগ্র অর্থনীতি উপকৃত হবে।

সম্মেলনে স্বাগত বক্তব্যে ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খান বলেন, চীনের শেনঝেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জ দেশের প্রধান শেয়াবাজার ডিএসইর সঙ্গে যুক্ত হওয়া সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। আর বিদেশি বিনিয়োগ আকর্ষণ, অবকাঠামো উন্নয়নে স্টক এক্সচেঞ্জ হতে পারে অর্থায়নের বড় উৎস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্টক এক্সচেঞ্জ

২৪ জুলাই, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ