মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল শনিবার সকালে দেশটির রাজধানী মোগাদিসুতে পুলিশের একটি তল্লাশি চৌকির সামনে এ হামলা হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। আছেন শিশু ও পুলিশসহ তুরস্কের দুই নাগরিকও।
এ হামলায় বিধ্বস্ত হয় অনেক গাড়ি। কর্তৃপক্ষ বলছে, হামলার লক্ষ্য ছিল শুল্ক আদায় কার্যালয়। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে সরকারি কর্মকর্তারা হামলার পেছনে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে সন্দেহ করছেন।
গত দুবছরের মধ্যে এটাই সোমালিয়ায় সবচেয়ে বড় হামলা। তাৎক্ষণিকভাবে এই হামলাার দায় স্বীকার করেনি কেউ। তবে জঙ্গি সংগঠন আল কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাবকে হামলার জন্য দায়ী করেছেন মোগাদিশুর সিটি মেয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।