বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গহিন জঙ্গল থেকে নিখোঁজ এক যুবকের কংকাল উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জাহেদ আলম (৩০)। শনিবার সকালে কক্সবাজারে উখিয়া উপজেলায় জঙ্গল থেকে ওই কংকালটি উদ্ধার করা হয়। তবে গহিন জঙ্গল থেকে কংকাল দেখে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। কেউ বলছেন হাতির পায়ে পিষ্ট হয়ে জাহেদ মারা গেছেন, আবার কেউ বলছেন ইয়াবাসংক্রান্ত বিরোধ ছাড়াও ডাকাতের কবলে পড়ে নিহত হয়েছেন তিনি।
তবে পুলিশ বলছে, উদ্ধারকৃত কংকালটি রাজাপালং ইউনিয়নের শাহ আলমের ছেলে জাহেদ আলম।
জানা গেছে, দীর্ঘ দুই মাস ১০ দিন আগে কাঠ আনতে গিয়ে নিখোঁজ হন জাহেদ আলম। গহিন জঙ্গল থেকে কংকাল উদ্ধার হওয়ার ঘটনা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
জাহেদ আলমের পিতা শাহ আলম জানান, তার ছেলে কোনো অবৈধ ও অনৈতিক কাজে লিপ্ত ছিল না। গত দুই মাস ১০ দিন আগে ভোরে ছেলে গাছ কাটার জন্য জঙ্গলে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। তার ছেলেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।