Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএসএস নাৎসি বাহিনীর ছায়া – ইমরান খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ৪:১৯ পিএম

আবারও ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সমালোচনা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার (২৮ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি মন্তব্য করেন, কট্টর হিন্দুবাদী এই সংগঠনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গঠিত জার্মানির নাৎসি বাহিনীর ছায়া।

টুইট বার্তায় ইমরান খান বলেন, ‘এখনই বিশ্ব নেতারা বিষয়টি নিয়ে সচেতন না হলে আগামীতে আজাদ কাশ্মীরে গণহত্যা ঘটাবে ভারত। এতে নেতৃত্ব দেবে আরএসএস। কেননা আরএসএস ক্রমশ নাৎসি বাহিনীর ছায়া হয়ে উঠছে।’ টুইট বার্তায় পাক প্রধানমন্ত্রী দাবি করেন, যে মানসিকতা নিয়ে জার্মানিতে নাৎসি বাহিনী গঠিত হয়েছিল, এবার একই মানসিকতা নিয়ে চলছে ভারতের আরএসএস।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ভারতের একটি ডানপন্থি হিন্দু জাতীয়তাবাদী, আধাসামরিক ও বেসরকারি স্বেচ্ছাসেবক সংগঠন। সম্প্রতি হিন্দু উগ্রবাদী বেশকিছু কার্যক্রমের সঙ্গে সংঘটিকে জড়িয়ে তীব্র সমালোচনার জন্ম দেয় ভারতীয় মিডিয়া। যে কারণে নাগরিকত্ব আইন নিয়ে দেশটিতে চলা সংঘর্ষ ও সহিংসতায় আরএসএস পরবর্তীকালে বড় ভূমিকা রাখতে পারে বলে আশঙ্কা করছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সূত্র: রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ