নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
জাহেদ খোকন : দীর্ঘ ১৯ বছর পর ঘরোয়া ফুটবলের কোন আসরের ফাইনালে মুখোমুখী হচ্ছে ঢাকা আবাহনী লিমিটেড ও আরামবাগ ক্রীড়া সংঘ। ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপা জিততে এ দু’দল আজ মাঠে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বেলা সাড়ে তিনটায় ম্যাচটি শুরু হবে। বিটিভি ওয়ার্ল্ড খেলা সরাসরি সম্প্রচার করবে। ১৯৯৭ সালে ফেডারেশন কাপের ফাইনালে খেলেছিলো আবাহনী ও আরামবাগ। ওই ম্যাচে ২-১ গোলের জয় পেয়ে শিরোপা ঘরে তুলে আবাহনী। এরপর দীর্ঘ বিরতিতে ফের এ টুর্নামেন্টেই সেরা হবার লড়াইয়ে নামছে তারা। ফেডারেশন কাপে আবাহনী আটবার শিরোপা জিতলেও আরামবাগকে দু’আসরে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। শেষবার মতিঝিল ক্লাবপাড়ার দলটি ২০০১ সালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ফাইনাল খেললেও ৩-০ গোলে হেরে শিরোপা বঞ্চিত হয়। এই টুর্নামেন্টে এর আগে আরামবাগ যেখানে দু’আসরের ফাইনাল খেলেছে, সেখানে আবাহনীর সর্বাধিক ১৫ বার ফাইনালে খেলার রেকর্ড রয়েছে। ফাইনালে এটা আবাহনীর ১৬তম ও আরামবাগের তৃতীয় লড়াই। আজ আবাহনী জয় পেলে নবম শিরোপা ঘরে তুলবে। আর আরামবাগ জয়ী হলে প্রথমবারের মতো ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়বে। আরামবাগ ১৫ বছর পর ফাইনালে খেললেও আবাহনীও দীর্ঘদিন পরেই টুর্ণামেন্টের ফাইনালে নাম লেখালো। তারা ২০১০ সালে শেষবার ফেডারেশন কাপের শিরোপা জিতেছিলো। এরপর দীর্ঘ বিরতি। গেল ছয়বছর এ আসরে সেরা হবার লড়াইয়ে থাকতে পারেনি আকাশী-হলুদরা। তাই দু’দলের জন্য আজকের ফাইনালটি গুরুত্বপূর্ণ। আবাহনীর লক্ষ্য থাকবে শিরোপা খরা কাটাতে আর আরামবাগ চাইবে ইতিহাস গড়তে। ম্যাচকে সামনে রেখে দু’দলই প্রস্তত। তাই গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে প্রাক-ফাইনাল সংবাদ সম্মেলনে নিজেদের লক্ষ্য ও সম্ভাবনার কথা জানান আবাহনী ও আরামবাগের কোচ এবং অধিনায়ক।
আরামবাগের কোচ সাইফুল বারী টিটু বলেন,‘ফাইনালের জন্য প্রস্তুতির সময় খুব বেশি না পেলেও যেভাবে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম, প্রস্তুতিটাও ঠিক সেভাবেই হয়েছে। যে কোন টুর্নামেন্টের ফাইনালে যারা খেলতে আসে, তারা চ্যাম্পিয়ন হতেই চায়। আমাদেরও লক্ষ্য তাই। গুরুত্বপূর্ণ দু’খেলোয়াড় রাইট ব্যাক মনসুর ও লেফট ব্যাক লিটন ইনজুরিতে থাকলেও আমরা শেষ পর্যন্ত দেখতে চাই। ছেলেরা জয় পেতে বদ্ধ পরিকর। আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ভালো খেলার চেষ্টা করবো এবং আবাহনীকে সমীহ করেই বলছি ম্যাচে আমরা জয় তুলে আনবো। ফাইনালে আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে আমার দল।’
অধিনায়ক গোলরক্ষক মিতুল হাসান বলেন, ‘আমাদের কোচ টিটু ভাই যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন, সেটা আমরা ম্যাচে শতভাগ দিতে পারলে অবশ্যই জয় পাবো। কোচের নির্দেশ অনুযায়ী আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়েছি। উনার সমর্থন পেয়ে মানসিকভাবে চাঙ্গাও রয়েছি। ইনশাল্লাহ আবাহনীকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবো।’
অন্যদিকে আবাহনীর অস্ট্রিয়ান কোচ জর্জ কোটান বলেন,‘ চার সপ্তাহ আগে বাংলাদেশে আসার পর থেকেই আমার প্রস্ততি শুরু হয়েছিল। মাঝে আবাহনীর জাতীয় দলের খেলোয়াড়দের আমি পাইনি। তারপর টানা তিন সপ্তাহ আমরা কঠিন পরিশ্রম করেছি। তবে ফেডারেশন কাপের গ্রæপ পর্বে আরামবাগের বিপক্ষে প্রথম ম্যাচটির আগে আমাদের প্রস্তুতিটা যথার্থ ছিলনা, হয়তো সেজন্য আমরা হেরেছি। কিন্তু ফাইনালের জন্য আমরা প্রস্তুত।’
তিনি আরো বলেন,‘আমি স্বীকার করছি ফেডারেশন কাপে আমাদের আক্রমণভাগটা যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি। তবে এ ব্যাপারে কাল (আজ) আমাদের সতর্ক থাকতে হবে। আসরে আমরা ধীরে ধীরে উন্নতি করেছি। ফাইনালে আমরা পাঁচ/ছয়টা গোল করতে চাই, পারবো কিনা জানিনা তবে আমরা জয়ের জন্যই মাঠে নামবো। আবাহনী আক্রমণাত্মক ফুটবল খেলে। আর আরামবাগ খেলে রক্ষণাত্মক ফুটবল। ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেই জয়ী হবে আবাহনী। দলে দু’টি ইনজুরি ছিল। তবে তপু বর্মন ও লি টাক ইনজুরি মুক্ত হওয়ায় সেই সমস্যা কেটেছে। তারা খেলবে।’
অধিনায়ক আরিফুল ইসলাম বলেন, ‘ফাইনাল ম্যাচে জয় পাওয়ার ব্যাপারে আমরা শতভাগ আত্মবিশ্বাসী। যদিও আরামবাগ ভালো একটি দল। তারুণ্য নির্ভর এই দলের প্রতিটি বিভাগই ভালো। তারা যোগ্যতা প্রমান করেই ফাইনালে এসেছে। তবে আশাকরি আমার সতীর্থরা ভালো খেলেই জয় তুলে আনবেন এবং দীর্ঘদিনের শিরোপা খরা কাটাবেন।’
ফেডারেশন কাপের ফাইনালে গ্যালারী ও ভিআইপি টিকিটের মূল্য নির্ধারণ হয়েছে যথাক্রমে ২০ ও ৪০ টাকা করে। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় বিশেষ অতিথি থাকবেন উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।
যেভাবে ফাইনালে দু’দল
আবাহনী
গ্রæপপর্ব
আবাহনী ০ : ১ আরামবাগ
আবাহনী ১ : ০ ফেনী সকার
কোয়ার্টার ফাইনাল
আবাহনী ২ : ১ ব্রাদার্স ইউনিয়ন
সেমিফাইনাল
আবাহনী ২ : ১ শেখ রাসেল
আরামবাগ
গ্রæপপর্ব
আরামবাগ ১ : ০ আবাহনী
আরামবাগ ১ : ১ ফেনী সকার
কোয়ার্টার ফাইনাল
আরামবাগ ৫ (২) : ৪ (২) শেখ জামাল
সেমিফাইনাল
আরামবাগ ৩ : ১ টিম বিজেএমসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।