Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিয়ে করছেন উপস্থাপিকা মুনিয়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৩ এএম

ছোটপর্দার অভিনেত্রী, উপস্থাপিকা মুনিয়া বিয়ে করছেন। ২৯ ডিসেম্বর রাজধানীর সেনাকুঞ্জে মুনিয়া ও আজওয়াদ হায়দারের বিয়ের আনুষ্ঠানকিতা সম্পন্ন হবে বলে জানান মুনিয়া। দীর্ঘ পাঁচ বছরের প্রেমের পর মুনিয়া ও আজওয়াদ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। পাঁচ বছর আগে তাদের পরিচয় থেকে প্রেমের সম্পর্কের শুরু। আজওয়াদ আগে ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করলেও বর্তমানে তিনি আমেরিকা’তে এমবিএ করছেন। এদিকে বিয়ের পর পেরুতে হানিমুনে যাবার ইচ্ছে রয়েছে দু’জনেরই। বিয়ের আনুষ্ঠানিকতার পর আজওয়াদ আমেরিকা চলে যাবেন ৪ জানুয়ারি। মুনিয়া বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আজওয়াদের সঙ্গে আমার বিয়ে হতে যাচ্ছে। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি আমাকে সুন্দর মনের একজন মানুষকে আমার জীবনসঙ্গী হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আজওয়াদ সত্যিই ভীষণ ভালো মনের একজন মানুষ। সবার কাছে দোয়া চাই আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা যেন ভালোভাবে সম্পন্ন হয় এবং আমরা যেন বিয়ের পর সুখী হতে পারি, সুখে দু:খে একসঙ্গে জীবন কাটাতে পারি।’ বর্তমানে মুনিয়া চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ এবং ‘এবং সিনেমার গান’ অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। পাশাপাশি তিনি বিটিভির ‘রক অ্যান্ড রোল’ এবং ‘রক কার্ণিভাল’ অনুষ্ঠানেরও উপস্থাপনা করছেন। বর্তমানে তিনি রুলীন রহমানের ‘সুতোয় বাধা সুখের পায়রা’ ধারাবাহিকে অভিনয় করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ