মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কেউ খেতে পায়, আবার কেউ খেতে পায় না। কেউ মায়ের দুধ পান করে বড় হয়, আবার কেউ মায়ের দুধ পায় না। এই না পাওয়াগুলোকে পাওয়া করে তুলতে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কিন্তু সেই সবের অন্যতম মা যখন নিজের বুকের অতিরিক্ত দুধ দান করেন কোনও দুস্থ, অসুস্থ বা সময়ের আগেই জন্মেছে এমন শিশুকে বাঁচাতে। আর সেই কাজই করে চলেছেন গুজরাটের আমেদাবাদের বাসিন্দা ২৯ বছর বয়সি বেসরকারি কলেজের শিক্ষিকা রুশিনা মারফতিয়া। গত তিন মাস ধরে তিনি এক স্থানীয় বেসরকারি হাসপাতালের মাতৃদুগ্ধ ব্যাংকে জমা দিয়েছেন নিজের বুকের ১২ লিটার দুধ। যা পান করে বেঁচে আছে হাসপাতালের আইসিইউ-তে থাকা পাঁচটি শিশু। যাদের মায়েরা কেউ অসুস্থ আবার কেউ দুধ পান করাতেই পারছেন না। এই পরিস্থিতিতে ওই পাঁচ শিশুর এখন মা রুশিনা। অর্পণ নিউ বর্ন কেয়ার সেন্টার, এর সিনিয়ার নিউনেটালজিস্ট আশিস মেহেতা জানিয়েছেন, রুশিনা মারফতিয়া যা করছেন তার কোনও মূল্য হয় না। রুশিনার দান করা দুধ ৬০০ গ্রাম থেকে ১ কিলো ৫০০ গ্রামের শিশুদের দেয়া হয়। টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।