পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ৩৯টি পদের মধ্যে ২৯টি পদের নাম ঘোষণা করা হয়েছে। এতে চমক থাকবে বলে ধারণা করা হলেও তা নেই। গত ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় দিন ৪২ টি পদের নাম ঘোষণা করা হলে তাতেও বড় ধরণের চমক ছিল না।
গতকাল রাতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে স্থান পেয়েছেন সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আফজাল হোসেন ও শফিউল আলম চৌধূরী নাদেল (সিলেট)। উপ-দফতর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কার্যনির্বাহি সদস্যরা হলেন, আবুল হাসানাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, খ ম জাহাঙ্গীর, নুরুল ইসলাম ঠান্ডু, বদর উদ্দিন কামরান, দীপঙ্কর তালুকদার, অ্যাড. আমিরুল আলম, আক্তার জাহান (রাজশাহী) ডা. মুশফিক, অ্যাড. রিয়াজুল কবির কাওছার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাড. সফুরা খাতুন (লালমনিরহাট), অ্যাড. সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানী চিনু, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা। একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদ সহ বাকি কয়েকটি সম্পাদকীয় পদ পরে ঘোষণা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।