Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কংগ্রেসের বাজিমাত ছত্তিশগড় পৌরভোটেও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৯, ১২:০৪ এএম

কংগ্রেস ভারতের ছত্তিশগড় রাজ্যের পৌরভোটেও বিজেপিকে হারিয়ে বাজিমাত করেছে। গত ২১ ডিসেম্বর ছত্তিশগড়ের ১৫১টি শহরে নির্বাচন অনুষ্ঠিত হয় ১০টি মিউনিসিপ্যাল কর্পোরেশন, ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিল এবং ১০৩টি নগর পঞ্চায়েতের। সব মিলিয়ে মোট ওয়ার্ড ছিল ২ হাজার ৩২টি। গত বুধবার পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, কংগ্রেস জিতেছে ৯২৩টি; বিজেপির ঝুলিতে গেছে ৮১৪টি ওয়ার্ড। সাবেক মুখ্যমন্ত্রী অজিত যোগীর জনতা কংগ্রেস জয় পেয়েছে ১৭ ওয়ার্ডে। নির্দলীয়রা পেয়েছে ২৭৮টি। ৩৮টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে কংগ্রেস জিতেছে ১৮টিতে। বিজেপি জিতেছে ১৭টি। ১০৩টি নগর পঞ্চায়েতের মধ্যে কংগ্রেস পেয়েছে ৪৮, বিজেপি ৪০। ১০টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে কংগ্রেস জিতেছে সাতটি। রাজ্যে ভুপেশ বাগেল মন্ত্রিসভা নতুন আইন করেছে যে, পৌরসভার মেয়র এবং চেয়ারম্যানরা নির্বাচিত হবেন কাউন্সিলরদের ভোটে।

নির্বাচন কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘ছয়টি ওয়ার্ডে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনটি ওয়ার্ডে কেউ মনোনয়নই দেননি। দুটি ওয়ার্ডে সব মনোনয়নই পরে প্রত্যাহার করা হয়েছে।

একটি ওয়ার্ডে প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত রয়েছে।’ রায়পুর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ৭০টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এখনও পর্যন্ত জিতেছে ২৩টি। কংগ্রেস জিতেছে ২২টি।

ছত্তিশগড় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র শৈলেশ নীতিন ত্রিবেদি বলেন, ‘ভোটের ফলে দেখা যাচ্ছে, বিজেপির তুলনায় বেশি ওয়ার্ড পেয়েছে আমাদের দল। বেশ কয়েকটি আসনে আমরা যথেষ্ট এগিয়ে আছি।

রাজ্যের বেশিরভাগ পৌরসভায় শীর্ষে থাকবেন কংগ্রেসের মেয়র ও চেয়ারম্যানরা।’ রাজ্য বিজেপির প্রধান বিক্রম উসেন্দি বলেন, পৌরভোটেই দেখা গেল, ভুপেশ বাগেল সরকার এক বছরেই জনপ্রিয়তা হারিয়েছে। গত বছর ডিসেম্বরে ছত্তিশগড়ে ক্ষমতায় আসে কংগ্রেস। সূত্র : এনডিটিভি।

 



 

Show all comments
  • Ab Kayum Miazi ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০১ এএম says : 0
    Congratulations!
    Total Reply(0) Reply
  • MD Alam Bhutto ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০১ এএম says : 0
    Bjp,manus shanti cay
    Total Reply(0) Reply
  • Nazir Khan ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    Bjp will be failed to complete tenure, will not come back in 30 years, Indians are intelligent enough, realised the political silly tricks.
    Total Reply(0) Reply
  • Zillur Rahaman ২৭ ডিসেম্বর, ২০১৯, ১:০৪ এএম says : 0
    ভারত সরকার নিজেদের যতই জনপ্রিয় ভাবুক না কেন, এ ধরণের বল প্রয়োগ কোন সুফল বয়ে আনবে না। এ ধরণের ফ্যাসিবাদী আচরণের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কংগ্রেস

২৯ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ