গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঢাকা সিটি করপোরশন নির্বাচনে এবারও আওয়ামী লীগের মনোনয়নপত্র তুলেছেন দক্ষিণ মেয়র সাঈদ খোকন। এসময় আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি। আজ বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে ফরম তুলতে এসে আবেগতাড়িত হয়ে কেঁদে ফেলেন তিনি।
সাঈদ খোকন এসময় বলেন, আমার পিতা এবং আপনাদের প্রিয় নেতা মেয়র মোহাম্মদ হানিফের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আজ আমার পিতা নাই। আমি পিতাকে হারিয়েছি। পিতার অবর্তমানে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। তিনি আমার জন্য যা ভাল মনে করবেন তিনি সেটাই করবেন।
তিনি বলেন, এই সাড়ে চার বছরে ঢাকা শহরের ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে সক্ষম হয়েছি। ঢাকাবাসীর সুখে-দুঃখে, আপদে-বিপদে পাশে ছিলাম।
আজকে আমার রাজনৈতিক জীবনের একটা কঠিন সময়। এই কঠিন সময়ে আমার ঢাকাবাসীকে আহ্বান জানাই, প্রিয় ঢাকাবাসী আমার জন্য একটু দোয়া করবেন।
একথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন মেয়র। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। সাঈদ খোকন বলেন, প্রিয় দেশবাসী আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আপনাদের সুখে দুঃখে যেভাবে ছিলাম, সেভাবে থাকতে পারি। অনেক কাজ করেছি, কিছুটা কাজ বাকি আছে। আমি যাতে এই কাজগুলো শেষ করে যেতে পারি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।