Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুরভিসন্ধি দেখছেন রশিদ লতিফ ‘সুপার সিরিজ’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

প্রতি বছর চারজাতির ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আইসিসিকে পাশ কাটিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির এই আয়োজনকে ভালো চোখে দেখছেন না অনেকেই। সেই দলের আছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক রশিদ লতিফ। তিনি মনে করেন, ক্রিকেট বিশ্বে এমন সিরিজ খেলে বাকি সদস্য দেশগুলোকে আলাদা করতে চাইছে। এরমধ্যে দুরভিসন্ধিও খুঁজে পাচ্ছেন তিনি।
ইংল্যান্ড সফরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সঙ্গে আলোচনার পর চারজাতি ‘সুপার সিরিজ’ আয়োজনের পরিকল্পনার কথা জানান সৌরভ। সেই পরিকল্পনা অনুযায়ী ক্রিকেটের তিন পরাশক্তি ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ শীর্ষ আরেকটি দল খেলবে এই টুর্নামেন্ট। পালাক্রমে এর আয়োজক থাকবে তিনটি দেশ। তবে সৌরভের এমন উদ্যোগের পেছনে দুরভিসন্ধি খুঁজে পাচ্ছেন সাবেক পাকিস্তান উইকেটকিপার, ‘এমন সিরিজ খেলে চারটি দেশ আসলে বাকি সদস্য দেশগুলোকে আলাদা করতে চাইছে। এটা ভালো সংবাদ নয়।’
লতিফ মনে করেন তিন মোড়ল তত্ত্বের মতো ফ্লপ হবে এই পরিকল্পনা, ‘আমার মনে হয় তিন মোড়ল তত্ত্বের মতো এই পরিকল্পনাও ফ্লপ হবে। যে মডেল কয়েক বছর আগে উপস্থাপন করা হয়েছিল।’
আইসিসি ২০২৩ সাল থেকে প্রতি বছরে একটি ৫০ ওভারের বৈশ্বিক ইভেন্ট যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। তেমনটা হলে নিজেদের ক্রিকেট সূচিতে প্রভাব পড়তে পারে, এই আশঙ্কাতেই বেঁকে বসে ওই তিন দেশ। এর পাল্টা উদ্যোগ হিসেবে তিনটি দেশ নিজেদের মধ্যে ২০২১ সাল থেকে সীমিত ওভারের বার্ষিক সিরিজের পরিকল্পনা করছে।
তবে সব কিছু এখনও আলোচনার পর্যায়ে আছে। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে এ বিষয়ে তারা আলোচনা চালিয়ে যেতে চায়, ‘চার জাতির টুর্নামেন্ট নিয়ে ডিসেম্বরে বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। কিভাবে এটি করা যায় সে জন্য আমরা আইসিসির অন্য সদস্যদেশগুলোর সঙ্গেও আলোচনা করতে রাজি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার সিরিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ