Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্ব ভভিনাম চ্যাম্পিয়নশিপে তিন ব্রোঞ্জ জয় বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৪১ পিএম

বিশ্ব ভভিনাম চ্যাম্পিয়নশিপে তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৪৮ থেকে ৫১ কেজিতে জাবেদুল ইসলাম চৌধুরী একটি এবং পেয়ার শট পারফ্যান্স শো’তে জাবেদুল ও মোহাম্মদ শাহজাহান আরও দু’টি ব্রোঞ্জ জয় করেন। কম্বোডিয়ায় নমপেনের অলিম্পিক স্টেডিয়ামে ১৬ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় ষষ্ঠ বিশ্ব ভভিনাম চ্যাম্পিয়নশিপের খেলা। ব্রোঞ্জ জয়ের পাশাপাশি বাংলাদেশ ভভিনাম অ্যাসোসিয়েশনের সভাপতি দিলদার হাসান দিলু দক্ষিণ এশীয় ভভিনাম ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২৩ দেশের এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপও আগামী বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানান দিলু। তিনি বলেন, ‘কম্বোডিয়ায় অনুষ্ঠিত কংগ্রেসে আগামী বছর অক্টোবরে ২৩ দেশের অংশ্রগহনে ঢাকায় পঞ্চম এশিয়ান ভভিনাম চ্যাম্পিয়নশিপ আয়োজনের অনুমোদন পেয়েছি আমরা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ