Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি বন্ধ ৬ ঘণ্টা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

আরিচা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০২ এএম

ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘনকুয়াশায় নৌদুর্ঘটনা এড়াতে সোমবার গভীর রাতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই শাপলা শালুক নামে একটি ফেরি মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। গতকাল সকাল ৯টার পর কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানবাহনের বাড়তি চাপ পড়ে উভয়ঘাটে। যানবাহনের বাড়তি চাপে ঘাট এলাকায় সৃষ্ট যানজটে যাত্রীসাধারণ চরম দুর্ভোগ পোহায়।
বিআইডবি্লউটিসি আরিচা অফিস সূত্র জানায়, সোমবার রাতে সৃষ্ট ঘন কুয়াশায় নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় রাতে আসা দূরপাল্লার যাত্রীবাহী কোচ ও পণ্যবাহী ট্রাক ঘাটে পারের অপেক্ষায় থাকে। সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে দুর্ভোগ লাঘবে যাত্রীবাহী পরিবহন অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হয়।
এদিকে, ঘন কুয়াশায় মহাসড়কেও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন ধীরে চলছে ও দিনের বেলায়ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘণ্টা

২৮ আগস্ট, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ