Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বড়দিন উদযাপনের প্রস্তুতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৯, ১২:০১ এএম

খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে নগরীর গির্জাগুলো দৃষ্টিনন্দন আলোকসজ্জিত করা হয়েছে। নগরীর পাঁচ তারকা হোটেল মোটেল দেশি-বিদেশি আগন্তুকদের জন্য সাজানো হয়েছে। খ্রিস্টপল্লির প্রতিটি বাড়ি সেজেছে নতুন রঙে বর্ণিল সাজে। রকমারি কেক, পিঠাপুলি তৈরি ও অর্ডারের ধুম পড়েছে।
আজ বুধবার নগরীর পাথরঘাটা, জামালখান, পাহাড়তলী, ওআর নিজাম রোড, জুবিলি রোডসহ বিভিন্ন গির্জায় বড় দিনের প্রার্থনা হবে। রাত ১২টায় বড়দিনের প্রার্থনায় পৌরহিত্য করবেন আর্চবিশপ মজেজ কস্তা। এদিকে বড়দিনকে ঘিরে খ্রিস্টপল্লিতে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদযাপনের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ