মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে হিজড়াদের নিয়োগ দিতে যে ধরনের নিষেধাজ্ঞা রয়েছে পরের মাস থেকে সেগুলো উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে পেন্টাগন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাস কার্টার জানিয়েছেন, এ নীতিমালাগুলো বেশ পুরনো এবং সেনাবাহিনীর জন্য ক্ষতিকারক। বিবিসির খবরে বলা হয়, হিজড়াদের অধিকার নিয়ে ক্যাম্পেইং করার ফলে এ ধরনের মৌলিক পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন প্রশাসন। মার্কিন সেনা কর্মকর্তা এরিক ফ্যানিং বিষয়টিকে প্রাতিষ্ঠানিকভাবে উত্থাপন করলে এ সিদ্ধন্তে আসে পেন্টাগন। এরিক মার্কিন সেনাবাহিনীর প্রথম স্বঘোষিত সমকামী কর্মকর্তা যিনি সেনাবাহিনীর বেসামরিক বিষয়টি দেখভাল করেন। এর আগে ২০১১ সালে মার্কিন সেনাবাহিনীতে সমকামীদের প্রবেশের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া হয়। এ নতুন নীতিমালা প্রণয়ন করা হলে মার্কিন বাহিনীতে হিজড়াদের জন্য নিয়োগ, বাসস্থান এবং ইউনিফর্মের বিষয়টিও নতুনভাবে সাজাতে হবে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।